যে জন নষ্টা সে জন করবেই নষ্টামী
তার হর হামেশাই চলে নষ্ট মন চলন
বলন দলবল গ্রুপিং একে অপরের
কি যে মিলমিশ অপর দিকে পরবাস।


হর হামেশাতেই করে থাকে বদমাহেশী
প্রতিনিয়তই করে আসে অনিয়ম হাস‍্যের
লেখা-পড়া তেমন নয়! পদে হয়েছে ভারী
ভাষাগত চাইনিজ ভাষাভার্সন নিজেকে করে
মনে কি যে একজন নামী-দামী বড়ই মহাজন।


ঐ ভাষাতে রয়ে যে তার চাকুরী রিজিক বলে
কথা। সেই ভাবনা থাকে কি তার মনে? ও নিজ
হতেই চরম বিয়াদব! নিজের ব‍্যক্তিগত অনিয়ম
তান্ত্রিক চাওয়া-পাওয়াতে হলে কমতি মিথ‍্যা


আশ্রয় নিয়ে চাইনিজদেরকে ব‍্যবহার করে
ওর পক্ষে ক্ষেপিয়ে তুলে। কি যে বিয়াদব?
ভাষাতে যায় না প্রকাশ করা। এমনই পরিবেশ
যেখানে নাই তেমন কোনই প্রশাসনিক শৃঙ্খলা


কে কাকে মানতে চায়!পক্ষপাত দুষ্টের দলেরা?
একাধিক মিথ‍্যা কথা বলে মানেজমেন্টকে করে
থাকে বিভ্রান্ত। কারখানা প‍্রশাসনকে দিয়ে আসে
যন্ত্রনা। মানতে চায় না কোনই শাসন ও শৃঙ্খলা।


ধৈর্য‍্যের সীমা লঙ্ঘনে অতৃষ্টের প্রচন্ড কষ্টে মুখে
চলে আসে বেফাস সামাল কথা। সেই কথাতেই
বিচারককে অবশেষে দাঁড় করানোর প্রচেষ্টা করে
ঐ লম্পট দুষ্ট ভাষা রুপান্তরকারী।।


সাথে তার কত লোক! এই ভাই সকলে দেখেন
না, সঠিক পথে চলেন, এখন এমন দিন কাল
পড়েছে, ঐ বিয়াদবের সাথে কত লোক দেখবেন,
বিচারকের সাথে কেহ নাই। কি উপায়' নিরুপায়!


হে বিধাতা রক্ষা করো সম্মান ইজ্জ্বত!রক্ষা করো
তোমার বান্দাকে' এই ফরিয়াদে মন বাসনা পুরণ
করেন আল্লাহ তাওয়ালা। রক্ষা পায় আত্মার সম্মান
তাই তো বলি অনেক সময় জ্ঞানী লোকেরাও


ক্রোধের তারণায় বিয়াদব শাসন করতে রাগের
বশ:বতিতে বেশামালের বাক‍্য বিনিময়ের তরে
সুবিবেচক বিচারকও বিচারের কাঁঠ গড়াতে উঠার
অতিক্রম হতে পারে। সেই চেতনায় ঐ মনে
"জ্ঞানী ভাবনাও নিরাপদ নয়" কখনও সখনও
এমন সকল কর্ম দেখা দিতে পারে যা বলা দায়।।
===×××===
===×××===
বাণী : জ্ঞানী লোককে সব সময়ই সকল প্রতিকুলতার মাঝেও নিজকে নিয়ন্ত্রণে রেখে কথাবার্তা বলাসহ সকল কর্ম করা। অন‍্যথা হলে ঐ সকল বিয়াদবের সুযোগ সন্ধ‍্যানীরা যে কোন ত্রুটি পেলেই সম্মানি ব‍্যক্তির সম্মান নষ্টের কোন সময় ক্ষেপন করেন না।