ওরাই তো বড়ই জ্ঞানী! জ্ঞান পাপী ওরা!
জ্ঞান থাকতে অজ্ঞান, আলো ছড়ায় অন্ধে।
যে জন দিবসে মনের হরসে জ্বালায় মোম,
সেই জন হতে পারে কি প্রকৃত 'জগতরত্ম।
জ্ঞানের আলোয় ঝলমল; পথ থাকতে হারা
সময় নাই টুমাই নাই! বলি বাবু একখানা'
টিকিট চাই! সিনেমা হল বন্ধ; কিসে সেরা?
মানুষ মানুষে হবে দীপ্তমান; ঊষা পথচল।
×××××××××××××××××××××
বাণী: রাজা হতে বিচলিত হওয়ার দরকার নেই। রাজা হওয়া ও রাজ‌্য ও রাজার দায়িত্বভার বহন সকলের দ্বারা সম্ভব নয়। বিধাতা যখন যার দ্বারা রাজ্য পরিচালনা করবেন, যে পালন করতে সহায়ক হবেন। তাকেই তিনি ঐ'দায়িত্বভার অর্পন করেন। যারা এই সকল নিয়ম ও দায়িত্ব প্রকৃত পক্ষে বোঝেন না এমন কি জানেন না। সেই তারাই জ্ঞান পাপী। আজাইরা বেহুদা বেশি কথা বলে সমাজকে নাজেহাল করে তোলেন।