যে ঘরের যন্ত্রনায় ছাড়ে আছানে
এ জীবন চলা পথে সেই জনাই'
এক দিন হাজার কোটি কোটি'ই
প্রতিকূল উপেক্ষা বিরহ প্রেরণা।


অনেক চেতনায় মানবতা মনটি
যে জায়গাতে নিজকে যেথার্থতা'
হয়ে পড়ে অবচেতন ভাবনারই
জগৎ কিসের নেশা যেন দীপ্তে।


এ'জগৎ এমনই একটি জীবদর্শা
যাকে যে'জন করে হেলা সে'জন;
তার নিকটেই হয় বড়ই যে ঠেঁকা
তবে কেন মানব মানবে হিংসাত্ম?


এই দুনিয়া কেহ পর নয় আমরা
একে অপর সকল আপন ভূবনে।
চমৎকার একটি জগৎ সংসারসম
সেথায় প্রেম বিধাতা সবই জ্ঞাত।


উপকার যেখান পায় সেখান মন
চলে অবজ্ঞা হ্যায় প্রতিপন্ন চরন।
তারাই অপদার্থ! যুগ যুগ; এ'ধরা
অবশেষে চলা যেন একই গলেই।


শুভসূচনা প্রাপ্ত নিজ যেমনটি চান
জন্ম-প্রজন্ম সকলেই পেতে দেই'
সমর সমীকরণ এক অপূর্ব মনন
আমরা মানব জাতির সুসম্পর্কে।


"ঘর হারাকে ঘরোনীতেও ঠাঁইয়ে
সংশ্বয়" কেন আসবে এমন মন!
মানুষ মানুষে সবই যেন জাতির
নয়তো হিংসা একে অপর সাম্য।
×××××××××××××××
বাণী: প্রকৃত মানুষ হিসাবে একে-অপরের সহিত প্রয়োজনে পূর্ব হতেই ভেবে চিন্তে কথা-বার্তা বলা, চলা-ফেরা ও বসবাসসহ বন্ধুত্ব গড়ে তোলা উচিৎ, আপন-পর সকলকেই। যাতে কখনও মানব জীবনে বিরহ দেখা না দেয়। হঠাৎ আসলেও গ্রহণ যোগ্যতা হারাবে। সেই মানুষগুলিই প্রকৃত সুখি ও নিরপেক্ষতা জীবন-যাপনে সমাজের গুরুত্ব পূর্ণ গুণিজন।।