হায়রে মানুষের মন
            সেই মানুষের চরিত্র!
ভাবনা জগৎ প্রেরণা
            সহায় অসহায় কিসে?
বড়ই কঠিন মানবতা!
            সকলে বলা মুখেমুখে'
গরীব কোথায় বলেন?
            ওরা গরীব ওরাই
অমানবিক সেরা মন।
             মিথ্যা কথা অপমানে
ওরাই সেথা কর্মকান্ড।
             অপকর্মে রুপগুণ ভরা!
কে ভাল আর কে মন্দ?
            যে জনে ভাল লাগা'
সেই জন কহে তাকে
            ওর মতন নাই ভাল!
দশে এক জনার সেরা।
            এবার বলেন ভাল মন্দ
কে গরীব কেন ধনী?
            কেমনে বুঝবেন কোথায়!
বন্যার পানি জোয়ার ভাটা
            টান-পড়নে কেহ সামনে।
আবার কেহ যেতে পিছন
            সবই যেন আপন-পর!
ভাল আর মন্দ গুলিয়ে
            চলছি দিশেহারা এ'জীবন।
সাধু হচ্ছে বদনামে ভরা
            অসাধু হচ্ছে সাধুতে সেরা।
সবই যেন মাতাল তালের
           ভাল হতে নয়তো গরীব
নয়তো ধনী লোকের মন!
           মানুষ শব্দটি চরণে শূণ্যে
মানব নামে যদি না'গড়ি
           নৈতিকতা তবে কিসে ধনী
আর কিসে রহে গরীব!
           সকলেই যেন নেশা চোর'
বদমাহিশ মনে মন্দ কাজ
           করবেই একে অপর ভরা।
তবে কেন বলি গরীবেরা
          ওরা গরীব মানুষ অসহায়ত্বে?
স্বভাবে দেখা মেলে কি সেই?
          একটি কথাও মাটিতে পড়তে
দিতে অপারগতা সেই মন।
          ভাবতে অবাক লাগে ওরা,
কোথায় গরীব সেই কথাটি?
@@@@@@@@@@@@@@@
বাণী: গরীব মানুষেরা এই দেশের মূল্যবান সম্পদ, সত্যই তুলনা নাই ওদের জুরি কোন ধনীজনে। সেই গরীব মানুষেরা যদি সত্যই হয় সত্যবাদী ও সময় নিষ্ঠার, প্রকৃত পক্ষে ওরাই ধর্ম-কর্মগুণে হবে সকল জাতিতে সেরা। অন্যথায় সামান্য লোভের বশঃবতি হয়ে মিথ্যার আশ্রয় মন ও লোভ-লালসার স্বীকারে চলাতে ওরাও পাপী-অধর্মে কোন মতে জীবন-যাপনে! একদিন পরপারের ডাকে চলে যাবে। যাহা বাস্তবতা।