খোকা বাবু খোকা বাবু
শুনেছো কি কালকে বুঝি
ঐ পাড়াতে বসছে মেলা
আমায় তুমি সঙ্গে নিবে?


কত কিছু উঠবে মেলায়
হরেক রকমের নিত‍্য নতুন
কত ধরনের সাঁজ-সজ্জার
নাগড়-দোলনা, সার্কাস।


খেলনাতে করবো খেলা
ঐ মেলাতে বেজায় মনে
তুমি-আমি দু'জনে মিলে
কতই না করবো মজা ঐ।


মেলা থেকে কিনবো ঘুড়ি
মন মাতায়ে উড়াবো ঐ যে
গগনে দেখবে সবাই নয়ন
ভরে! কি আনন্দ ঐ মনে।


বৈশাখ মাসে কি আনন্দ
আসে দিন ক্ষণ বেলা শেষে
মেলা হতে বাড়িতে ফিরে
দেই মেলা তপ্ত সকলকে।


কি খুশি ঐ যে সেই মনে
পাই সকলে তৃপ্ত প্রাণ ভরে
মনে হয় যেন  প্রতি বছর
আসুক বৈশাখে বসুক মেলা।


গ্রাম বাংলায়! ভরে দিক
আনন্দে মেলা বিনোদনে
কত টাই লাগে সেই মন
নাচ-গানে আনন্দেতে রাখে।


মাতায়ে কি যে খুশি হয় মন!
গ্রাম‍্য মেলা কত শত লোকেতে
হয় যে মিলন মেলা মনে হয় না
করোনা থাকে ঐ মেলাতে সেই....।
===×××===
===×××===
বাণী: বাংলাদেশের একটি প্রচলিত নিয়মে মেলা নামক একটি সামাজিক বিনোদন অনুষ্ঠান অনুষ্ঠিত হয়ে থাকে বৈশাখ মাসে। সেই মেলাতে আমরা গ্রামের লোক জন অনেক খুশিতেই বেড়াতে যাই ও কেনাকাটা করে থাকি হই হুল্লুরে। সেই তরে মানুষের ঐ ধরণের আনন্দ বিনোদন নামক আয়োজন অনেক মনের উৎসাহ যোগায়। যা নিয়মিত করে ঐতিহ‍্য বহ
-মানে রবে সেই মিলন মেলা গ্রামের মেলা ইতিহাস স্মরণে।।