একা কি মনে; একা ঘরে; কি মনে!
কেন দেওয়া হয়' ঐ মনে মেয়েকে
পড়তে ছেলে গৃহ মাস্টারের নিকটে'
রহস্যময়ে হয়ে মন কেমনে থাকবে
স্থির ঐ মনটি যেখানে রয় দুষ্ট-মিষ্টতা!
অপূর্ব স্নিগ্ধতার শূন্য মনে পেতে চায় ঐ;
অপূর্ণ মননের চরম স্পর্শতার পরশের
ভালবাসা ও ধীরতায় কাছে পাওয়াতেই
মন চায় সেই মনে রাখতে চায় না কোনই
শিষ্টাচারের বালাই মানতে বাঁধনে থাকতে..


চায় না শিক্ষক মনে! অবচেতন ভাবনায়
কি যে করে মন আনচান সেই গৃহ শিক্ষক
যায় আসে পড়ায় মেয়ে ছাত্রীকে! শিক্ষক
হিসেবে সমাদর পায় কত জন হতে সেই
মনে যত পেতে চায়! তারপরও আরো'
পেতে চায় কি যে অজানায়; জানতে বড়ই
ইচ্ছা জাগে সেই অপ্রিয় আবদার অপ্রাপ্তে।
রহস্যময়ী শিক্ষক কেন যেন উদঘাটন করে'
হতে চায় সেই গৃহ শিক্ষক আরো আপন!


হয় তো অনেকাংশে আপন না হয়ে রত হয়
আপনের ন্যায় অভিনয়ে সর্বনাস ডেকে'
চুন কালি মেখে শিক্ষকের মর্যাদা নামের
কলঙ্কের বোঝা মাথায় চেপে চলে জীবন
কোন মতে নয়তো' কেমন যেন বেজায়'
ভারী ঔমনে! তাই তো বলি মেয়ে পড়াতে
কোনই পুরুষ গৃহ শিক্ষক নয়! তবেই রক্ষা
পাবে ইজ্জ্বত এই সমাজের সভ্যতার শিক্ষভ্রুণ।
===×××===
===×××===
বাণী : মানুষ ফেরেস্তা জাত নয়! মানুষ মাত্রই ভুল করে থাকে' সেটাই স্বাভাবিক। তাই বলে জেনে বুঝে অন্যায় কাজে সহযোগিতা করা মানুষ হয়ে মানুষেতে ঠিক নহে। আমরা জানি বিশেষ করে মেয়েদের গৃহে প্রাইভেট পড়ানো একাকী ঘরে বা প্রকাশ্যে কোনটাই সহমতে নিজ হতে ও ধর্মের দৃষ্টি কোণ থেকে মোটেও কাম্য নয়।