হতে চাই আমি মহৎ
হতে চাই রাষ্ট্র নায়ক;
কখনও সেনা, কখনও যদি.....
হতাম উচ্চ শিক্ষায় শিক্ষিত আমি।
যদি পারতাম আমি আপনাময়ে
সকলের মাঝে বিলায়ে দিয়ে;
আমাকে উজার করে....
যদি পারতাম তাদের দু:খটাকে মোচন করতে,
হতে পারতাম আমি মহৎ!
জ্ঞানী, গুনী, রাষ্ট্র নায়ক, সেনা-নায়ক,
আশার আলো হল বুঝি শেষ,
পারলাম না আর নিজেকে বুঝাতে
সবই আমার হল নিয়তি অপ্রীতম খেলা!
আমি হলাম সর্বময়ী আঁখি জলে ভাসা;
সবই আমার  ভুল!
আমি মৃত্যুর দ্বারে, এ কেমন খেলা?
হতে চাই মহৎ, অজান্তে কবি।
===×××===


বাণী: প্রকৃত চাওয়াতে ইচ্ছা পোষণে যে সকল মানুষের মনের মাঝে উদ্যম চেতনা শক্তির কাজ করে থাকে। আর সেই চেতনায় প্রচেষ্টা চালায়ে যায়। ঐ সকল চেতনা শক্তির মানুষেরা প্রকৃত পক্ষেই হতে চাই আমি'র স্বপ্ন স্বাদের সুমিষ্ট ফলবান গাছের মজবুত শিখরের নির্যাস রস গ্রহণে তৃপ্ত লাভে নিজ জীবনকে ধন্য করে থাকে। সেই মানুষেরাই প্রকৃত মানুষ হওয়ার স্বপ্ন দেখতে ভুল করে না। তারাই প্রকৃত মানুষ হতে পারে। এরাই হলো আসল স্বপ্নবাজ মানুষ।


তারিখ: ০২/০৩/১৯৯৬ইং।
লেখার স্থান: ফার্মগেট পাবলিক পার্ক, ঢাকা।