হে আমিন জমিন মাপক
তুমি জ্ঞান চর্চায় হয়ে ব্রত:
ভাল করে জেনে বুঝে হবে
অভিজ্ঞ একজন ন্যায় পরায়ণ
হবে আদর্শ মাপক জমিনের
সঠিক বুঝ মান আমিন!
করবে না নয়-ছয় হবে না
কোনই স্বজন প্রীতি রবে না
সীমানা ঠেঁলা-ঠেঁলি আদর্শে
রইবে কোনই আপোষ যার
যতটুকুন পাওয়া বুঝেয়ে দিবে
ততোটুকুন সেই টাতে হবে না
কোনই কমতি ঈমানের জোরে
হইবে বলিয়ান রইবে সকলের
মনি কুঠায় একজন ন্যায়বান
প্রকৃত জমিন মাপক জ্ঞানে-গুণে।।


তবেই তো রইবে বিধাতাতে একজন
ঈমানদার কেহ বলবে না এই তো
আমার সীমানা জমিন আমার এই যে
এই পর্যন্ত আমিন মেপে দিয়ে গেছেন
আসলে মাপটি সঠিক হয় নাই ঐ সময়েই
ভেজাল লাগায়ে গেছে আমিন মশায়
লোকটি ভাল নয়; বদমাহিশ অপরাধ
করে হারাম খেয়েছে এই কথা গুলি
বলে জমিনে যাবে কৃষকের দলের
আহাজারি শুণতে হবে লোকমুখে!
কেন ভাই আমিন (বিশ্বস্ত) হয়ে অন্য
মনে পাপ করে কেন করবে নিজ
জীবনকে এহকাল-পরজগৎ অন্ধকার!


এই জমিনের তরেই সাড়ে তিন হাত
জমিনের মাটেতে যেতে হবে সকলকেই
রইবো না আমরা কেহই এই ত্রি-ভূবণে'
তবে কেন হবে সেই জমিনের সাথেই
মাপনের কম-বেশি কাউকে-খুশি
কাউকে বেজার এমন কাজে নিজেকে
উৎসাহিত না করে দায়িত্ব যেহেতু পেয়েছো
কর্মের মাঝেই ঈমান পরীক্ষার তবে কেন
করবে অন্যায় সামাণ্য দু'পঁয়সা লোভের আশায়?
পঁয়সা তো তুমিই পাবে যখনি জানবে
জমিনের মালিক তুমি একজন ভাল
মানের ভাল মাপের আমিন যেমনে
তুমি ন্যায় বান ও সত্য নিষ্ঠার অকুতো
ভয়ের একজন তখনই তোমারই বিশ্বস্ততায়
লুফে নিবে বেশি টাকাতে যার যখন দরকার
সেই জমিন মাপনের সময়ে।।
===×××===
===×××===
বাণী : পড়া-লেখা অর্জন করার অর্থ হচ্ছে নিজেকে ন্যায়-অন্যায় জানা এবং অপর জনকে জ্ঞানে সঠিক পথ প্রদর্শক হিসাবে পথ দেখানো। নিজে ভাল ভাবে জীবন-যাপন করা ও অন্যকে সঠিক পথ দেখানোই উত্তম ও ন্যায় পরায়ন সুশিক্ষার বর্হি:প্রকাশ।