জানা;
জানার নামই জিজ্ঞাসা
জানার নামই হল স্প্রিহা
জানার নামই কর্তব‍্য নিষ্ঠা
জানার নামই ত‍্যাগ স্বীকার।
না;
না জানার নামই হল বিরত থাকা
না জানার নামই হল অনিহা প্রকাশ
না জানার নামই হল কর্তব‍্যে অনিষ্ঠতা!
না জানার নামই হল ত‍্যাগ স্বীকারে অস্বীকৃতি।
জানা;
জানা এই জানাতেই হতে পারে প্রকৃত জ্ঞান উপলব্দি
জানা এই জানাতেই আসতে পারে জীবন বোধের চেতনা
জানা এই জানাতেই জাগ্রত মনে পেতে অমূল‍্যের রতন
জানা এই জানাতেই জানতে না পারলে অজ্ঞতাই রবে।
অনন‍্যতা;
তাই তো বলি আমরা মানুষ! নিজেদেরকে মানুষ মনে করি!
প্রকৃত পক্ষে "জানা-না-জানা" রয়ে মানব জীবনের অপৃর্ণতা
সেই জন‍্যেই আমরা মানুষরা সবই অর্জন করতে পারি না
এই সমাজের কোন মানুষই ঠুনকো নয়! একে অপরের তরে।


তবেই পূর্ণতা পাবে মানব জীবন নামক "জানা-না-জানা"
অপূর্ণতার স্বাদের তৃপ্ততায় পরিপূর্ণতা ও স্নিগ্ধ শোভার স্বাদ!
আর নয় তো অতৃপ্তের অমৃত সুধাতেই অগভীরতায় খেতে হবে
হাবুডাবু  শুকনার মরিচিকাতে সফলতা খোঁজার অম‍্রস্বাদের।

যার স্বাদ শুধুই রয়ে থাকবে "জানা-না-জানা" তেই  রয়ে যাব।
সেই ত‍্যাগে মানুষ হিসেবে কঠোর কষ্টসাধ‍‍্যের অর্জনে থাকবে
নিজ জীবন গড়াতে পূর্ণতা পেয়ে উদ্ভাসিতের তরে অর্জনের
কি যে শোভাতে আইডোলজিতে ধন‍্য করবে নিজ ও সমাজকে।
===×××===
===×××===
বাণী : জীবন বোধ চেতনায় "জানা-না-জানা" এই শব্দার্থের অর্থবোধকতায়  অর্থবহতা  খুবই মূল‍্যবান। তাই জানাতে অর্জনে, না তে থমকে যাওয়ার সম্ভাবনা রয়ে যায়। সেই হিসেবেই জানাতেই মানব কল‍্যাণে পূর্ণতার সম্ভাব‍্যতা। তবেই মানুষ হতে পারবে সৃজনশীলতা।।