এক যে ছিল ঝালমুড়ি বিক্রেতা
নামটি ছিল মানিক গোসাই।
বয়সটি বেশ দেখতে ভারী লাজুক
পড়ালেখা শেখা হয়নি তেমন।


অভাবের সংসার বাবা থাকতেও
দু'বেলা দু'মুঠো ভাতের অভাব
থাকতো লেগে সংসার বেড়া জ্বালে
উপায়ন্ত খুজে না পেয়ে আজ!


একদিন ভাবে মানিক গোসাই সেই
কর্ম করলে আসবে ভাত।
অমন করেই মনে প্রেম প্রেরণা জাগে
কর্ম প্রেম ধর্ম শান্তি মর্মতা।


বলে এই ঝালমুড়ি এই ঝালমুড়ি
খাবে ভাই-বোন খাবে সকলে;
অনেক সুস্বাদের খেতে ভারী টেষ্টি'
মুখরোচক খাবার খাবে দিব?


নাও না এক পুটলা কাগজে ঝালমুড়ি
কাঁচা লঙ্কা, পেঁয়াজ ও মসলায়;
সাথে চানাচুর মিক্স ঝালমুড়ি মজাবেশ
আমার হাতের মুড়ি ভারী টেষ্ট।


বাবার হাতে শেখা ঐ'তির্য্যের হাতছানী
পরখ করে শিখেছি আমি;
সেই মনটি যেন প্রেত মানুষের খুশিতে
প্রেরণা আমার দিতে ঝালমুড়ি।


স্মৃতিময় জন্ম-জন্মান্তর আমি চলতেছি
সেবা আমার জনপ্রিয়তা মন;
থাকবে আমার কর্ম-ধন্যের জীবন চল
তাই পাই যেন বিধাতাতে ঠাঁই।


এমন করেই প্রিয় ক্রেতা ভাই-বোনেরা
করিও সকলেই দোয়া আমায়;
পরিবার পরিজন নিয়ে এই ঝালমুড়ি
বিক্রিত অর্থে চলি সঠিক দিশায়।
×××××××××××××××××××
বাণী: কর্ম কখনও ছোট হয় না। নির্বোধেরা অপকর্মকেই কর্ম মনে করে সঠিক কর্মের প্রতি মনোযোগী না হয়ে বেপথে ধাবিত হতে থাকে। যারন্যায়, পরিণতিতে মানব জীবন নামক মানবই নিজকে করে তোলে ছোট ও হীন। আর তখনই সেই মানুষ গুলিই অপদার্থ হয়ে সমাজে কলংঙ্কিত জীবন যাপন করে থাকে।