একটি পত্র দেখেন; শোনেন; পড়েন;
বোঝেন একে অপরে! ঝর্ণার প্রেম পত্র
কেমন করে করবে প্রেম? সেই ভাবনায়
অপেক্ষিত সকল প্রিয় পাঠক-পাঠিকা।


শোনেন সকলেই' আমি চাই নিরামিশে
একনিষ্ঠাতেরই জীবন গড়ার প্রত‍্যয়ে
একা একা চলতে। ও! ও ওরা! চায়
আমাকে ওদের অপ্রিয় খেলনার নব'


বধুর ন‍্যায় পুতুল সাঁজায়ে এই মনকে
বেসে ভালো অপ্রিয়তার হ্নদয়ের স্বাদ
যেন পেতে কোন সেই বোঝারই সনে?
আমি চলতে চাই সরল মনে' ও কেন..


আসতে চায় অপ্রাপ্ত বয়সে আমার নিকটে?
ওরা করতে চায় না ঠিক মত পড়া-লেখা!
ওরা রুপ চর্চার ও পোশাকের রাজার মনন!
ওরা ধর্ম নামক বিলাসী জীবন যাপন চলে।


ওরা জীবন নিয়ে ভাবে না! ভবিষ‍্যৎ কি হবে?
থাকে না মনে ওদের চিন্তা-ভাবনার বালাই!
সেই তরে নিজের মনকে নিজেই নিজেকে প্রশ্ন করি;
বলি; ওরে মন' বলতো সঠিক কোনটি ঐ'মনেতে?


বিবেচক মনটি'ই বলে দেয় করিস না অপ্রাপ্ত
বয়সে অপ্রাপ্তের সাথে প্রেম নামক আদান-
প্রদান। করিও না শলা-পরামর্শের গুণ-কীর্তণ;
এরিয়ে চলো নিজের জীবনকে গড়ার আত্মঃ...


তৃপ্তির শান্তি-নিকেতনে' ভবিষ‍্যৎ সুবার্তা গ্রহণে।
মনতো পাগলা ঘোড়া! মন পাগলা ঘোড়ারই
তড়িৎগতি। যে জন মহা-(নারী-পুরুষ) সকলেই
জেনে রাখো! যতই আসুক না পত্র জীবনে প্রেম..


নামক' অপ্রাপ্তের জটিলতারই সাধের অমৃত
তৃপ্তি-দায়ক প্রেরণার সমবেদনার সফলতা মনে।
দু'চোখের দৃষ্টিকে করতে হবে হেফাযত! তবেই
উপযুক্ত সময়ে জীবনটি তবেই স্বার্থকতা লাভে..


ধন্য হবে। অন্যথা নহে। কাঁচা বয়সের ঘুণেতেরই
ধরানোর সেই অজানা-আনমোনা-অস্বাদের গ্লানী
নামক চরম জীবন গড়ার হাতে খড়িরই ব্যর্থতায়।
ঐ' সকল মানব জীবনের প্রকৃত জনে হতে দ্বীক্ষা।
চলমান..
===***===
===***===
বাণী: সকল কাজের ক্ষেত্রেই একটি পারফেক্ট পিন্সিপাল (আদর্শ) তার এক মাস্টার্স মাইন্ডের বড়-সড় সুউচ্চ মেধার বিকাশ ঘটনোতে হয় না কখনও কোনই তুলনা এমন একটি উপযুক্ত প্রেম খুঁজবে ঐ'সেই প্রেমিক-প্রমিকা আপনত্ত্বের তরে।