পত্র আর পত্রের উত্তর লিখতে চায় না মন’
কি লিখবো? ভাষা অাসতে চায় না মুখটিতে।
কর্ম করে খাওয়া মানুষটি আমি’ অর্জনের'ই
বিশ্বাস ভরা মনে। কেহ পরাজয়ে কেন হাসবে?


এই জীবনে নিজ পরিবারসহ দেখেছি প্রতিবেশীর
জগত সংসার নামক জীবনটাকে কিভাবে কি করে
করছে ওরা অপ্রাপ্তেরই প্রেম-ভালোবাসা নামেরই
যৌবনটিকে কি ভাবে আসছে অহেলাতে ফেলে ঐ?


অনেকেরই নাই তেমন কোনই যোগ্যতা! কেন
যেন কি ভাবে কেমনে করে সেই ঐ’মনে হদস্
ছাড়াতেরই হাত-ছানীতে প্রেম নামক ভালোবাসা?
আমার তো খুবই লজ্জা লাগে! প্রেম মানেই দায়ী;


বিবাহ’ প্রেম মানেই সংসার’ প্রেম মানেই ঐ’
সেই মস্তবড় পরিবার; সামাজিক-আচারানুষ্ঠান।
কেন যেন মনে পড়ে আমায়’ কত জনেরাই তো
করেছে প্রেম! করেছে বিবাহ! বেঁধে্ছেন ঘর!


মানতে চায় নাই কোন সঠিক শাসন-ধর্ম-কমা!
মনে করেছেন ঐ প্রেম-নামক মোহ-ভালো
লাগা আর ভালোবাসা না হলে হয়তো প্রেম
মনটি আবেগের প্রাণটিই বৃথা! পেল সেই যে


প্রেমের আসরের র্তুকের তাসের বাসর পেল স্থান।
এনে ঘরে ক’দিন পরেই শুরু করে সেই ভালো
লাগা প্রেমপ্রেয়সীদের মধ‍্যে একে অপরের মাঝে
মৈন্য যুদ্ধ; বাক-বিতন্ডা; ভালো-লাগা-না লাগা;


একে অপরে বলে আমি কি আগে তোমার কাছে
গিয়ে ছিলাম কি? তুমিই তো আমার পিছে ঘুর
ঘুর করতে সারা দিন-রাত-নিশি-ভোর কাটাতে।
আরো চলে কতশত কথা-বাতা’ এমনও তো দেখা’


এতো ভালোবাসার আদরের-যত্নের প্রেমিক হয় যে
শেষে গলারেই একে অপরেরই ছোট চুনা পুটিরই
গালায় ফুটা কাঁটা। যা সহজে যায় না বের করা।
সেই ভাবনাতে ঝণার পত্রের উত্তর সহজেই দিতেই


যে একদম দ্বিধাদ্বন্দেরই মনে রয়ে চলছি ঐ’সময়ে
কতটাই ভালো লাগারই মাঝে ঐ’যে যোগ্যতার
টানের মনটিতে এখনও সময় হয়নি যে প্রেমের।
তাই তো সময় নিয়ে করলে প্রেম ক্ষতি কি???


আজও হল না শেষ ঝর্ণার পত্রের জবাব লেখা।
তাই তো প্রিয়ি পাঠক-পাঠিকা রইবেন সাথেই’
দেখেন না এই প্রেম কেমন করে দেখা দেয়?
সেই জন্যেই চলমান রেথে আজিকের তরে’রই
বারোতম পব শেষে তেরমত পর্ব প্রদর্শনে।।
===***===
===***===
বাণী: মানুষের মন বড় পাপী! অপর দিকে খুবই সুন্দর ও উদ্ভাসিত। সেই তরে দুষ্টু-দুষ্ট-মনটি চেক দিয়ে চলাটা বড়ই কষ্টকর। যে মনে প্রেয়সীকে একান্তই ভালোবেসে এতোটাই কাছে টানে। আবার কখনও-সখনও ঐ’সেই মনেই এক সময় বিবেদ-তৈরি করে’ সকল প্রকার ভালো লাগা ও ভালোবাসা নষ্ট করে দিক হারা করে থাকে। সেই তরে বলি মানুষের মন বড়ই বদমাহিশ। যা বিধাতার দরবারে সব সময় বিনীত নিবেদনে মার্জনা চেয়ে সব সময় সুন্দর জীবন কামনাই শ্রেয়।।