কি যে উপায় না পাই অন্ত!
সেই ভাবনাতে কোন দিক
বে-দিক খুঁজে না পেয়ে। রই
একাকি ভাবনাতে ভেবে থাকি।


আমি কি বোকা’ মেয়েটি তো
আমাকে পেতে চায়। তবে কেন
করি এতোটাই সংশ্বয়? সেই মনে
বলি মানব জীবন যেখানে রয়’

সেথাতেই তো প্রেমের মাথা গজায়।
সেই ভাবনাতে এক পা এগুতে মন
চায়। আবার দু’পা পিছায়ে টেনে
নিজেকে বলি; কি ভাবছি শোন!


মন একটি বার। ভাবিয়া করিও
কাজ। না ভেবে পা বাড়িও না
একটি বারও। সেই তরে মন
বলে’ আমার তো তেমন ছিল না'


ঐ’সময়ে যোগ্যতার বালাই’ ও
যে । ও আমায় বাসতে চায় ভালো।
তাতে দোষ কি ওরে মনটি বল?
একটু আগাই না। জীবনে আর’


কি বা পাওয়ার রহে? সেই মন
চেতনাতে জীবনের একটি অধ্যায়
কি এখানেই শেষ হবে? কত কথা
ছন্দ পতন ঘটে চলে মনের মাঝে।


মন যে মানতে চায় না! কোন মতেই।
মনকে বলি দেখরে মন ভাবিয়া করিও
কাজ! না ভেবে এগিও না একটিও পা!
কি যে করি; না করি; আজ যে এখানেই।
চলমান…
===***===
===***===
বাণী: লোভ-লালসাতে মানব-জীবন। সেই জীবনে যদি একজন মানুষের যুক্তি-যৃক্ত ভাল কোন সুযোগ আসে। ঐ;সুযোগ অযোগ্য লোক গুলি কখনও হাত ছাড়া করতে চায় না। তারা অন্যেরে যোগ্যতায় নিজেকে প্রকাশে সফলতা বোধ করে থাকে। সেই সকল মানুষগুলিই সমাজের বড় ধরণের সমস্যা ও তারাই প্রজন্মের নিকটে ধৃত হয়ে থাকে।।