প্রিয় পাঠক ও পাঠিকা
শুনুন সক্কলেই কি যে
ঝামেলা বয়ে চলেছে
কে শোনার আছেন?
এতো সময় কাহারও
আছে কি না দিতে ঐ..


কেহ চাইলেই পায় না'
আর কেহ প্রেম পেয়েও
গ্রহণ করতে অনীহারই
তরে কি যে চেতনার?
সেই মনেরই কুঠা'জনে।
প্রেমিকার পত্রের জবাব


চাহে। কি যে সময় যাচ্ছে
আমার হতে। যা বলটাই
যায় কি কোন কাহারোও
নিকটে? যা একান্ততাতে
নিজ খেয়ালে ও ধ‍্যানেতে।


এবার বলুন আমি কি করি?
আমার হাতটিতে সময় খুবই
কম? পত্র কখন লিখবো??
যেখানে পেটের ভাত; বস্ত্র;
ঔষধ; আবাসন; শিক্ষারই
অভাব সাথে পাঞ্জা লড়তে।


বেজায় ভারী কর্ম-ব‍্যস্ততা।
ঐ'মনটিতে কখন লিখিবো
পত্র? সেই ভাবনাতে হ্নদয়
খানা বলে ওরে মন শোন!
লেখ একটি প্রেম পত্র ঐ'
এমন ভাবেই লিখবে যেন


প্রেম পত্রের অসাধারণের
অপূর্ব সুন্দর স‍ৃজনশীলে।
তাই তো আজকের তরে
এখানেই ইতি। প্রিয় ঝর্ণা।
ভালো থেকো, হাতে হলে
সময় আসবো তোমারই
প্রেয়সী মনের কুঠিরে।
===***===
===***===
বাণী: মানব জীবনে কখন-সখনও সময় বড়ই অসহয় হয়ে দেখা দেয়। যা রোধ কাম‍্য। অন‍্যথা নহে। সেই জন‍্যে সময়ের কাজ গুরুত্ব সহকারে করে হালকা হওয়াটাই সর্ব-উত্তম।