এইবার আর রেহাই পাওয়া দায়!
ঝর্ণার প্রেরিত পত্রের প্রতি উত্তর
না পেয়ে আর অপেক্ষা নয়' মনটি
ভারী করে সংবাদ প্রেরিত হয়েছে!


কোন একজন বাহককে একান্তই
সর্তকতা ভাবনাতে রয়ে এক অনন‍্য
চেতনার মনের মাঝে কতটাই যেন'
ভেবে ব‍্যাকুলতারই বিরহ-বেদনার।


বার্তা বাহক এসে বললেন সালাম
জানবেন মহাশয়! আপনি কেমন
আছেন? ঝর্ণা আপনাকে সালাম
জানায়েছেন। সালাম গ্রহণ করুণ।


জ্বী! আগ্গে আগন্তক মহাশয়া গ্রহণ
করলাম একান্ততাতেই। লন চলেন'
আমার সাথে। কোন কথা নয় আজ'
যেতেই হবে ঝর্ণাদের  বাসায় আজ।


আরে বার্তা বাহক! আমি বলি শোন!
এলে এই তো বস; দেখি হাতে কি কাজ
রয়েছে; তারপর নয় ভেবে দেখা যাবে।
এসেছো চা-নাস্তা নাও না' বস চুপটি করে।


বার্তা বাহক চা-নাস্তা খেতে-খেতে পড়ে
চোখে। হাতের কাজ অনেকটাই পেন্ডিং!
কোন মতে বার্তা জারি-কারককে  বলি
শোন ভাই! আজ আর নয়' তুমিই তো


নিজ চোখে দেখে গেলে। আমার হাতে
মোটেও সময় নেই। ওকে জানাবে অন‍্য
একদিন সময় করে দেখা করবো। রাগ
না করতে। তাহলে ওহে বার্তাবাহক যাও।


পরে কথা হবে। দেখতে তো পারছো কই
সময় তেমনটা! এমন করে কেন যে বলে
ঝর্ণা। মোটেও আমাকে বুঝতে পারে না।
ওর এতো আবেগ যে কেন? যা নিয়ন্ত্রণে।


প্রয়োজন অপূর্ব চেতনার মন-প্রাণ-নয়ন।
প্রিয় পাঠক-পাঠিকাগণ সাথেই থাকবেন।
আজকের মত এখানেই শুভকামনা রইল।
থাকবেন সাথেই পর্ব গুলি শেষ অবধীতে।
শুভরাত্রী।। চলমান....
===***===
===***===
বাণী: প্রেম ভালোবাসার মন এমনই একটি সর্বনাশার মনে রুপান্তরিত হতে থাকে। যা নষ্টা নারী-পুরুষের মনস্তাত্ত্বিক অবসাধের অপ্রিয় চর্চা ছাড়া আর কিছুই নয়।