অনেক চাওয়া ও পাওয়াতে রয়ে প্রেম
প্রস্তাব পত্রের আক্ষেপের অজানা জন
হয় তো সেই প্রেমিক। যাকে দিয়েছেন
প্রেম পত্রটি! সকালের সুভাসেরই সেই'


মন ও প্রাণের টানের অনন‍্যতায় ভরা
মনের এক প্রেয়সী তার অনুপম চাওয়া
-পাওয়ার  ঐ'মন ভাবনাতে প্রেরিত পত্র
হতে আশানুরুপ সারা জাগানো ফিরতি'


পত্রের অপেক্ষাতে থাকে বিচলিত ভাবে।
কেন পত্রের জবাব বিলম্বিত হচ্ছে সেই
তথ‍্যও আসে ভেসে কোন এক মাধ‍্যমে'
জানতে চাহে সে কি আমাকে করেন না


পছন্দ? আমি কি তার যোগ‍্য নহে? আমি
কোথায় তার থেকে অযোগ‍্য? কিসেরই
এতো অহংকার? এতো অহংকার ভাল
নহে! কি নেই আমার? অনেক রেগেছে।


প্রেম প্রেয়সী! কত কথাই তো বলবে' ঐ
মনে। অভাব যে অপ্রিয় চাওয়াতে'রই
ভাবনাতে। এক-ঘেয়েমী প্রেম হবে কি
নারী-পুরুষ যে জনেরাই হউক না কেন।


সেই ভাবনাতেই বলতে চাই ওহে প্রেম
পিপাসীত উপযুক্ত নারী-পুরুষেরা শোন
সকলেই। কাউকে ভাল লেগেই গেলে
কাল ক্ষেপণে কোন প্রকার লজ্জা নহে।


বলে দাও ( নারী-পুরুষ) একে অপরে
এই শোন তোমাকে আমার ভাল লাগে
এখন বল আমি কি করতে পারি? তুমি
কি আমাকে জানতে চেষ্টা করবে? যদি


থাকে আপত্তি! তাহলে কিছুই নেই বলার
ভাল থেকো! ধন‍্যবাদ! আমাকে ক্ষমার
দৃষ্টিতে দেখবে। জানা ছিল না তুমি যে
নেই খালি আমার মনটিকে বুঝতে তাই।


প্রেম প্রেম করে সময় নষ্ট না করে ভব-
ঘুরে না হয়ে। চলতে হবে সহজ সরল
মনেরই অপূর্ব ভাবনাতেরই স্বচ্ছ মনে'
সেই তরে বলতে চাই আগে নিজেকে..


জান! জ্ঞান অর্জন কর! সাবলম্বি মননে
কর্মঠ হতে হবে! সেই ভাবনার যোগ‍্যে
ওহে প্রেম প্রেয়সী নারী-পুরুষ খুঁজিবে
কি প্রেম? খুঁজে নিতে হবে কি প্রেমিক-


প্রেমিকা? বিধাতা তো মিলায়ে রেখেছেন
জুড়ি। সেই জুড়িই প্রকৃত চাওয়া-পাওয়া।
একে বারে সৃষ্টি কর্তার হতেই পেয়ে যাওয়া
এরই ব‍্যয়িত ঘটলে সেই প্রেম কখনও পায়
কি সফলতার স্বার্থকতা? না কখনও নয়।
===***===
===***===
বাণী: যে সকল ছেলে-মেয়েরা কাজ-কর্ম ফেলে বেহুদা প্রেম-প্রীতির পিছনে ছুটে সময় নষ্ট করে অস্তির দিন-রাত্র পার করে বে-সামাল জীবন যাপন করে পরিবারকে নাস্তানাবুদ করে ছাড়ে। সেই সকল প্রেমিক-প্রেমিকারা কখনও সঠিক ও প্রকৃত প্রেমই বোঝেন না।