ঐ'যে সেই দিনটিতে উভয়েই
নিয়ে ছিলাম একে-একে বিদায়।
কথা ছিল বলার দু'জনারই সেই
দিনটিতে। সময়ের যে হয়ে পড়ে
বড়ই  অভাব। সেই প্রেরণাতেই
দু'জনেরই জমানো মনের কথা
শেষ হয়েও হতে চায় না যে শেষ।
আজ তোমাকে এই পত্রটি প্রেরণ
করলাম পত্র বাহকের মাধ‍্যমে।।


তোমাকে একটি কথা বলছি শোন!
রাগ করবে না। তোমার মায়েরই
সহিত আমার কথা হয়েছে। তিনি
বলেছেন তোমার বেশী পড়া-লেখা
শেখাবেন না। দেখতে শুনতে ভাল
সুশ্রী ও ভাল চাকুরী করেন অপর
দিকে উচ্চ-শিক্ষিতও বটে। ছিম-
ছাম পরিবার। তোমাদের পরিবার
এর সকলেরই পছন্দ হয়েছে। তাই
তোমাকে বলছি! আর কোন কথা


নয়। তোমার বয়স-মন ও সেই তরে
তোমাদের পরিবারের সকলেই একই
মত-পোষণ করেছেন। ঐ'পরিবারেই
তুমি সুখী হতে পারবে। সকলের মন
যেখানে সাই দেয়' সেখানেই তোমার
আর দ্বিমত করার কোন সুযোগ নেই।
কই আমি ঐ'সেই দিনটিতে অনেকটা
সময় করেছি অপেক্ষা  তোমার মায়ের
নিকট হতে একটি ভাল কিছু শুনতে।
তুমি যে আমায় পছন্দ করো ঐ'কথা
-টি তোমার মায়ের মুখ হতে জানার


খুবই ইচ্ছে ছিল। কই তিনি তো কিছু
-ই বললেন না। বরং উল্টা তোমারই
সুখের জন‍্যে কতটাই কষ্ট সাধ‍্যে সাত
সমূদ‍্র তের-নদী সেঁচে খুবই ভাল একটি
সুন্দর ছিম-ছাম পরিবারের যোগ‍্যবান
ছেলে পেয়েছেন। সবই প্রায় ঠিকেরই
পথে। শুধুই বাকী রয়েছে দিন-তারিখ!
কি আর করার? তোমার কথারই সাথে
তোমারই পরিবারের কোনই মিল নেই।


এমন ভালোবাসা  জীবনে কাউকে বেস
না। যে ভালোবাসাতে পরিবারের না'খোশ
থাকে। যে ফল-শ্রুতিতে প্রেম-ভালোবাসা
নামের কলংঙ্কের আর শেষ থাকে না যে!
সেই ভাবনাতে আমি বলি শোন মা-বাবার
আদেশ-উপদেশ মেনে চলো' ভাল থেকো!
আজকের মত এখানেই রাখছি প্রিয় ঝর্ণা।
ভালো থেকো সব সময় শুভকামনা রইল।
===***===
===***===
বাণী: আবেগ-হল-ক্ষণ-স্থায়ী-প্রেম-প্রেষণার-সাময়িক-চাহিদা-মেটাতে তারা করে থাকে। সেই ভাবনাতেই অবিবাহিত (নারী-পুরুষ) সকলকে জানায়ে রাখি। প্রকৃত পক্ষেই জীবন না গড়ে' বাস্তবতা না জেনে ও বুঝে অপ্রাপ্তে প্রেম-প্রীতি নহে। যা ঐ'বয়সে জীবন গড়ার ক্ষেত্রে বাধা হয়ে দাঁড়ায়। সত‍্যই ভবিষ‍্যৎ জীবনকে বেশীর ভাগ ক্ষেত্রে অন্ধকারে ফেলতে একটুও কার্পণ‍্যতা রাখে না।