একটি বই পেলাম উপহার
কোন এক বন্ধুর হাতটি হতে।
এসেছিল নাম ঠিকানা বিহীন
প্রাপক পাবে কি করে?


ঐ'যে কোন বন্ধুর হাতটি ধরে!
প্রাপকও কি ভিত্তি হীন ঠিকানায়?
নয় তো তা নয়! ঠিকানা ছিল হ্নদয়ে
সবই ঠিকই রয়েছিল ঐ'পত্র প্রেরণে।


প্রেরক-প্রাপকের ঠিকানা না থাকলেও
ছিল কি ভুল ঐ'ঠিকানা বিহীন বই উপহারে?
নিলাম গ্রহণ করে খুবই মুগ্ধ মনে বইটি উপহার'
একটি একটি করে পৃষ্ঠা উল্টাই আর দেখতে..


পাই ময়ূর পালকের পখম সুন্দর কি যে'
ভালোবাসার স্নিগ্ধ পরশের আভাসে!
হয়তো কোন প্রেয়সী ভালোবাসবে বলে
প্রেরণ করেছেন সেই আগ্রহ পেতে সুবার্তা।


উপহার বইটির পৃষ্ঠারই মধ‍্যখানে কি যেন;
খুব সুন্দর রঙ্গীন কাগজে মোড়ানো একটি
ছোট চিরকুট টাইপের একটি আকাশী খাম!
খামটি খুঁলেই দেখতে পেলাম একটি পত্র।


পত্রে লেখা ছিল আমার বান্ধবী ফেরদোসী'
ওর নিকটে শুনেছি আপনি খুবই ভালো মানুষ।
ও আপনাকে অনেক পছন্দ করতো। ও মনে
মনে ভালোও বাসতো। পরিবার হতে অন‍্যত্র..


বিবাহ দেওয়াতে চলে গেছে অন‍্যের ঘরে। সেই
মনে আমাকে বলে গেছে এমন ছেলে পাবি না?
আমি তোকে বলে গেলাম। পারলে যোগাযোগ
করে দেখতে পারিস! যদি তোর হয়।


তোর মাঝেই ও কে আমি নিজের কাছে পেয়ে
রইবো। ও যে অনেক ভাল! অনেক দিন হয়
চিনি! আমার ভাইয়ের সাথে করত চলাচল!
দেখি নাই কোন দিন তাকায়েছে অন‍্য দৃষ্টিতে।


অনেক ছেলেদের দেখিতে পাই জানা-শোনা কি?
যেন কোন মনে থাকে তাকায়ে ফেলফেল করে।
ও এমনই একটি ছেলে কোন অসভ‍্যতা নেই ওর
হতে। আমার দেখা মতে। ভাগ‍্য আমায় দিল না ওকে!


তোকে বললাম! চেষ্টার ত্রুটি করিস না  বন্ধু!
অফার দিয়ে দেখতে পারিস। তবে ওর এ‍্যাম্বিশন
অনেক হাই' পড়া-লেখা শেষ করবে তারপর ইয়ে'
সেই জন‍্যে তো আমার ইয়ে করা হল না ও কে।


ওর বিবাহ হয়ে গেছে বটে দিয়ে গেল আরেক
বান্ধবীকে তার ছায়াতে ধরে রেখে ওরই মাঝে
দেখবে বলে। ওরা দু'বান্ধবী এতোটাই গভীর
সম্পর্কের! সেই মনে ঝর্ণার পত্র এলো ঠিকানা..


বিহীন এক বন্ধুর হাতটি ধরে। আমার নিকটে!
লেখা ছিল এই উপহারের বইটি আপনি কখনও
হাত ছাড়া করবেন না। এটা আপনার জীবনের
জন‍্যে আমার হতে শ্রেষ্ঠ ঊপহার! আমাকে


ভূল বুঝবেন না' আমিও আপনাকে মনে মনে
অনেক ভালোবাসতাম! কিন্তু ও পছন্দ করতো
তাই আমি চাইনি কখনও দু'বন্ধুর মাঝে ফাটল ধরাতে'
আজ যখন ওর বিবাহ হয়ে গেছে এবং নিজেই!


ওর সব কিছু আমাকে বলে দিয়ে গেলো। তার
পর আর কি বলার থাকে। ওর ভাল লাগার
মানুষটাকে আমাকে দিয়ে গেলো আপন করে
পেতে। সেই ভাবনাতে এই সামান‍্য উপহার।।


করবেন গ্রহণ। রাগ করবেন না। অন‍্য ভাবেও
নিবেন না। কারো সাথে আলাপ করবেন না।
আমার প্রস্তাব পছন্দ হলে জানাবেন। বাসায়
আসবেন। কথা হবে! শুভ কামনা রইল।


ইতি,
সেই তরে আমি ঝর্ণার প্রেরিত উপহার বইয়ের
পৃষ্ঠার মাঝে লুকানো ভালো লাগা পত্র। হয়ে রইবে
আজ হতে মধুমাখা জীবন নামক ভালোবাসা নামক
অমূল‍্যের' এক অসাধারণ স্মৃতির কথামালা গল্প হয়ে।।
===***===
===***===
বাণী: প্রতিটি মানুষের জীবনেই কমবেশী প্রেম আসবেই আসবে। সেই প্রেম মঙ্গলময়ও হতে পারে। আবার জীবন নামক ধারা বাহিকতার মানবিক গুণাবলীতে সমস‍্যা সৃষ্টি করে ঐ'প্রেমই বিনষ্ট করে হতাশা গ্রহস্ত করে উম্মাদ দেওয়ানা করে ফেলতে পারে। প্রেম ভালবাসার নাউ সব সময় মানব জীবনে সফলতা অর্জন করায় না। তাই ভেবে চিন্তে অগ্রসর হওয়াটাই শ্রেয়।।