ঝর্ণা তোমার মনে পরে কি?
সেই দিনের তেইশতম  পর্বের
বলা কথা-মালারই সুর-তালের।
আমারও তোমারই প্রতি কি কম


অধিকার আছে, তোমারই মত
ভাল বন্ধুর বন্ধনে? ঐ'মনেরই
মনের কুঁঠিরের! পড়ার সহপাঠি
মনে! অপর দিকে তোমার ভাল


লাগারও নয়নের প্রেমিক মনে।
তোমার তো বুঝার মত বয়সও
বেশ। তুমি কেন বুঝতে পেরেও
না বুঝ মনে বোকামীর ন‍্যাকাতে।


সময় নষ্ট করে দু'টি মন ভাবনাতে
অপ্রিয় চাওয়া-পাওয়ার শুধুই যে মন
তৃপ্তি সেই যে এক মিছা ভাবনা মায়া!
আমারও তো রয় সুন্দর মন ঐ'যে


তোমারই মতন। তুমি যদি জ্ঞানী
ভাবনাতে বুঝতে চেষ্টা করতে।
তাহলে বুঝতে একটি ছেলের
কতটা নিকটে একটি মেয়ের


স্পর্শতা পেলেই ঐ'বন্ধু মনেরই
ছেলেটির কতটাই প্রেরণা পেতেই
প্রেয়সীর চাহিদা জাগে? তবেই তো
তুমি বুঝতে একজন ষোড়সী যুবক


হলেই। এই জন‍্যেই তো ইসলাম
ধর্মের পবিত্র আল-কুরআন এর
আদর্শ চরণে উল্লেখ রয়েছে সাত
বৎসর বয়স হলেই নিজ-পুত্রের


বিছানা আলাদা করে ঘুমানোর
ব‍্যবস্থা করতে। এমন হাদিসের
কথা ও মর্মার্থের তাৎপর্যের তর-
জমা আমাদের জানা থাকলেও


মানতেই চাই না কোনই নিয়মের
বালাই। সেই জাগয়াটিতে কি করে
পবিত্রতা মনে যুবক-যুবতী বয়সে
প্রেম পবিত্রতা মনে রেখে অহরোহ


প্রতিনিয়ত দেখা আজ কাল করে
চলতে থাকবে হর-হামেশাতেরই
অপরাধী মনে। তাই ঝর্ণা শোন!
তুমি ছেলে হলে বুঝতে পারতে


তোমার মত একটি ছেলের নিকট
যদি যৌবনা সুন্দরী একটি মেয়ে
আসতো প্রতি-নিয়ত। পারতে না
মাথা ঠিক রেখে পবিত্রতা রক্ষা


করে ভালোবাসা নামক সম্পর্ক
ঐ'মনে গতির মাথা কি ঠিক'ঠাক
রক্ষার্থে? না ঝর্ণা ছেলে হলে তুমি
পারতে না? কারণটি জেনে রাখ!
চলমান....
===***===
===***===
বাণী: প্রেম হল সুন্দর একটি পবিত্র শিখা। যা প্রদীপের আলোর ন‍্যায় ঝলমলে। যেমন সামাজিক ভাবে বিবাহ বন্ধনে আবদ্ধে যেখানে সন্তান-সন্ততি উৎপাদনসহ ও পিতা-মাতা সন্তানকে মানুষের মত মানুষরুপে নিঃশর্তে গড়ে তুলতে কঠোর পরিশ্রমের ন্যায়ে প্রচেষ্টা চালায়ে যায়। সেই প্রেম বন্ধনই হল একমাত্র পবিত্র প্রেম। অন‍্যথা নহে।