ঝর্ণার পত্রের উত্তর পঁচিশতম পর্বেরই পর'
এলো যে ঐ'ভালোবাসা নামেরই পবিত্রতার
নান্দনিকতাতে ভরা মনটিতে এক অনন‍্যের!
কি যে প্রেম-ভালোবাসা রহে হ্নদয় স্পন্দে।


সেই তরে বলি!
তোমরা মেয়েরা' তোমাদের রয়েছে এই
সমাজে অনেক গুণ-মর্যাদা। ঐ'পবিত্র ধর্ম
ইসলাম গ্র‍ন্থ আল-কুরআনে সেই মর্যাদার
সুস্পর্ষ্টই বলা রয়েছে। কিভাবে নারী জাতি


সমাজে প্রতিষ্ঠিত হবে? তার সবই ব‍্যাখ‍্যা
পাবে ঐ'পবিত্র ইসলাম ধর্ম আল-কুরআন
ও হাদিসে। এসো আমরা ইসলামের নিয়ম
মেনে ঐ'ছায়া তলেরই ছায়াতেই পবিত্রতা'


রক্ষা করে চলি। প্রেম নামক জীবনটাকে
সুন্দর ভাবে সাঁজায়ে। এর ব‍্যয়িত ঘটালে
যে প্রেম নিবেদনে আগাতে চাইছি আমরা।
ঐ'প্রেমে শয়তান প্রবেশেতে এমন ভাবে


প্রস্রাব দূরগন্ধে অপবিত্র বানায়ে নোংরা প্রেম
নামক চলমানে রেখে ছেড়ে দিবে। সেই
তরে ঐ'অপবিত্র প্রেম কখনও নারী-পুরুষ
মিলন ঘটলেও অশান্তিতে বিরাজ করবে!


তাই তো আর এভাবে তুমি আবেদনময়ী
সারা জাগানো প্রেরণা প্রেম প্রেয়সী ভাব
প্রকাশে এগুবে না। একজন উপযুক্তের
আদর্শ নারী মানুষ হিসেবে যোগ‍্যবান হও!


তবেই সেই মনে স্থান পাবে প্রকৃত প্রেয়সী
ও প্রেমিক তুমি। তুমিই তো হতে পারবে
একজন উদ্ভাসিতের মুক্ত বাংলার উচ্চমান
মার্গীয় নারী জাতির অলংঙ্কের একজন।


ঐ'ভাবনা না থাকলে' যে পথে চাইছো পথ
চলতে। সেই মনে হয়তো জীবনটাতে এক
সময় ভালোবাসা নামক পাগল মনটিকে
হিতে বিপরীত কতটাই যে দুঃখ দূ'দর্শা


নেমে আসতে পারে? যার ফল বুঝবে তখনই'
যখন আর ঘুরে দাঁড়ানোর সুযোগ থাকবে না।
তাইত বলি প্রেম রাখ! এসো মানুষ হতে সেই
দীক্ষার শপথ করি আগে। রাখি আজকের মত।
ভালো থেকো। শুভরাত্রী। দোয়া রইল অবিরত।
চলমান...
===***===
===***===
বাণী: ওহে (নারী-পুরুষ) রুপের রুপ-রপসীরা বয়স (৯-১৮), সকলেই জেনে রাখ। তোমরা কোন অবস্থাতেই বয়স (১৪-২২) বৎসরের ছেলে-মেয়ে একে-অপরের সাথে একাকিত্ব যাবে না। তাদের অতিনিকটের স্পর্শেও বসবে না। যেমন নিজে ভাল থাকবে। অপরকেও ভাল রাখতে সচেষ্ট হবে। তোমারাই তখন উত্তম (নারী-পুরুষ) হবে। অন‍্যথায় উভয়েরই দুষ্ট মনে নষ্টাতেরই অপবিত্রতার নিকটে হার মেনে জীবন চলবে টিঠটক ভাবনাতে।