ধারা বাহিক প্রেমের কবিতাটির
ষোলতম পর্বের শেষান্তের প্রিয়
ওহে! সুপ্রিয় পাঠক-পাঠিকাগণকে
বলছি; শোনেন সকলেই প্রেম কি?


কাকে প্রকৃত প্রেম-বিরহ নামক
গল্প-স্বল্পের হ্নদয়ের আঁচড়ের
ক্ষত-বিক্ষতের মর্মতার স্পর্শতা'
কেমন করে দেখা দেয় প্রেমিককে?


ঐ'সেই মননেরই তরে প্রেমিকা
কি বলেন? সেই যে প্রেম নামক
গল্প-স্বল্প ভালো লাগা ও ভালো
বাসার কবিতাটি পাঠক সমাজে'


তুলে ধরার প্রচেষ্টা করা হয়েছে'
সবই হল এক ছত্রতার চরণের।
প্রেম-ভালো-লাগা-ভালো-বাসা
প্রকৃত পক্ষেরই হতে হবে বাস্তব..


ভিত্তিক। সেই সকল প্রেম যেন
হতে পারে সমাজের তরে' রয়ে
নারী-পুরুষ একে অপরে উপ-
যুক্ত হয়ে। যোগ‍্যতার যোগ‍্যে।।


ঐ' প্রেমিক মনটি আসে যেন
সকল যৌবন-যৌবনা'তে রহে
প্রেম যুগলে চমৎকার ভাবনার
এক সুস্থ‍্য চেতনা বোধদ্বয়তার।


প্রেম যেমন উত্তম! তেমনি প্রেম
অনু-উত্তমও বটে! সেই বোধে'
এই পর্বে ঝর্ণার প্রেমের পত্রটি
এমন ভাবে সম্মান পাবে পাঠক'


সমাজে' চির-স্মরণীয় ঐ'তিহাসিক
স্মৃতি হয়ে' রইবে এই সমাজেরই
বুকেতে অমরত্বেরই স্থান লাভের
দীপ্ত-মানের উদ্ভাসিত উচ্ছাসের।
চলমান....
===***===
===***===
বাণী: যে সকল প্রেম প্রতিদিন জাগ্রত হয়ে উৎথাল-পাতালের ভাবনাতে ছুটে চলে সর্বোত্র। কেউ কাউকে জীবন গড়ার কাজে সময় রাখে না। সেই সকল প্রেম কখনও প্রকৃত প্রেম হতে পারে না। ঐ'সকল প্রেম-ভালো-বাসা শুধুই মাত্র দৈহিক রক্ত-মাংস ভোগ লিস্পতা ছাড়া অন‍্য কিছুই নহে।