বাইশতম পর্বের সুত্রেরই মতে!!


শোন ঝর্ণা! একটি কথা শুধাই শুধু তোমারেই।
ভাল লাগার কি আর শেষ আছে? না নয় তো
তা নহে। গত দিনের পত্রে বলেছি কি? তা কি
তোমার বোধগম‍্য হয়েছে? জেনে রাখ' প্রকৃত
পক্ষেই সত‍্যই যদি আমাকে বেসেই থাক ভাল।
তাহলে দুরে থেকোও ভালবেসো। আমি মানুষের
মুখাপেক্ষিতা করি না মোটেও পছন্দ। তোমার
মনের চাওয়া-পাওয়া আমি বুঝি বলেই তোমাকে
আজ পর্যন্ত স্পর্শ করে; ঐ'আগুনে জ্বলে পুঁড়ে
যন্ত্রণায়-ছটফট করতে চাইনি। তাই মন-কে তালা
দিয়েই এক প্রকার চলে আসছি কোন মতে নিজের
সাথে' নিজেই লুকোচুরী খেলার ভর্ণিতা করে।
তোমাকেও পবিত্র রাখতে করি নাই কোনই কমতি
আমার এই মন-প্রাণ-দেল-হ্নদয়-স্পন্দন হতে।
অনেক সময় তুমি খুব সুন্দর ভাবেই সারা জাগিয়ে
ছিলে ঐ'মনে। আমি একটি কথা ভাল ভাবেই জেনে
রেখেছি এই মনটিতে; কোন অনিয়ম নয় এ'জীবনের
তরে। তাই তো তুমি আজ অনেক ভাল আছো। জেনে
রেখো তুমি অনেক ভাল থাকবে সব সময় তুমি যে
ভাল মনের মানুষ সেই তরে। তোমার প্রতি আমার
আর্শীবাদ রইল। আমার জন‍্যে দোয়া করিও। ভাল
থেকো আজ এখানেই! ইতি, শুভকামনাতে বিপ্লব ভাই।
===***===
===***===
বাণী: প্রেমে পবিত্রতা রক্ষা বড়ই কঠিন ব‍্যাপার। একাকিত্ব যুবক-যুবতী (নারী-পুরুষের) প্রেম কখনও পবিত্রতা রক্ষা জানে না। আইনের ভাষাতে বলা যেতে পারে। নারী শব্দটি কোন যৌবন প্রাপ্ত পুরুষ মানুষের মুখে শুনার সাথে সাথেই মন দোষী হয়ে পড়ে। সেই জায়গাতে উঠন্ত বয়সের ছেলে-মেয়েরা কি করে ঐ'মনে একত্রে হলে স্থির থাকে? যা বোধগম‍্য নহে। তাই বিবাহ ছাড়া কোন প্রেমই পবিত্র হতে পারে না।