জীবনের গতিতে
          বাড়াবে মনেরই
গতি পথ!
         তবেই সুগমনে
হইবে চাওয়া
          পাওয়াতেরই সেই
জীবন নামক
           গর্বিত সৈনিকেরই
ঐ তেজোসক্রিয়ার
           দীপ্তমানেরই তরে
ধীর মনোবল।
           মানব জীবন
তখনই পায়
           গতি যখন
হতে পারে
          ভীনরতি হতে
সুমতিতে কল‍্যাণে
           নিজ জীবনকে
গড়তে কর্মময়ে
           কর্মঠ হয়ে
জাগ্রতে কল‍্যাণকামী।
           তবেই হবে
জীবনের গতিতে
           একজন আদর্শ
সংগ্রামী লৌহ
            জীবন নামক
মানুষের মত
            এক অনন‍্য
সৎ মানুষ।
           যারন‍্যায়ে সফলতা
ভোগে রইবে
           নিজেরই নিজের।
তবেই দেখবে
           জগৎটাকে আপন
মনেরই মুঠোয়
           ভরে জীবনটাকে।
তুমি হবে
          যে সেই
জন যে
         জন রহিবে!
সেই জন
         নিজকে তৈরি
করতে পণে
         আত্মঃপ্রত‍্যয়ীতে থাকবে
ধীর মনোবলী
         অন‍্যথায় বৃথা
জীবন নামক
           দেখা দিবে
এ'জগতেরই অমূলক
            আশা ভরসা
জীবনেরই গতিতে।।
===***===
===***===
বাণী: মানব জীবনের বড় সম্পদ হল তার নিজের ভাল অর্জন। যা জীবনকে কর্মঠ করে গড়ে তুলতে  সহায়ক। যা কখন নিজ জীবন অপরের উপর ভর করবে না। সেই সকল মানব জীবনই প্রকৃত মানুষেরই কাম‍্য।