শোভা ভরা মনটিতে প্রাণ আনচান আনচানে
                আমি যখন ছিলাম শিশু মায়েরই কোল জুড়ে।
মা জননী স্বপ্ন দেখতো ছেলে আমার একদিন'
                হয়ে বড় হবে মানুষের মতন মানুষ এ'সমাজে!


ধীরে ধীরে হয়ে বড় তাইতো লোক মুখটিতে
                এসেছি জেনে মাঝে মধ‍্যে মাও তাই বলে।
ছেলে আমার মানুষের মতন হবে মানুষ সেই'
                 দীক্ষার্থে পড়ালেখা শিখে অর্জন করবে জ্ঞান।


এই সমাজ তটে হবে একজন জ্ঞানীগুণি জন
                 লোক-মুখে নাম জসখ‍্যাতিতে ভরবে জীবন।
গর্বে আমার হ্নদয়টি যাবে ভরে স্বার্থক হবে
                 সন্তান আমার হয়েছে মানুষের মতন মানুষ।


সত‍্যই লেখাটি রুপকে তারপরও মমতাময়ী
                 মা-জননী সন্তান বলে কথা যাই ভেবেছেন!
ভাবুক না কেন! ধীরে ধীরে বড় হয়ে আমি'
                 দেখতে পেলাম-পাচ্ছি এ'সমাজ যে জটিল।


বড় হওয়া বড় ভাল মানুষ হওয়া সহজ নয়!
                 খুবই জটিল সমাজ ব‍্যবস্থার বেড়াজ্বাল জল'
স্রোত-ধারা পেরিয়ে জীবন নামক কাঠ-খড়
                 পুড়িয়ে দীক্ষা-ধৈর্য-প্রতিক্ষা-অপেক্ষমান মন।


তবেই বিধাতার দয়া চেয়েই জীবন গড়তে
                  ইচ্ছা পোষণে সামনে সত‍্য-নিষ্ঠা অনুশাসন!
মেনে গড়তে পারলে নিজ জীবন চলার পথ
                  করতে পারা যাবে এক নির্ভরতা সম্মানের।


নিজে হবে সেই ঐ'মাতা-পিতার চাওয়াতে
                  দেখা মিলবে নিজ জীবন তটে এ'ভব তরে।
সমস্ত প্রতিকূলতায় আলো জ্বলতে থাকবে
                   মানব নামক জীবনের সেরা নামক গল্পে।


আপন মনে ভাববে আজ আমারই জীবন
                যেন অনন‍্যতায় ভরা আমিই একজন সেরা
মানুষ, নেই আমার মাঝে কোনই অন‍্যায়'
             আমি সর্বোজন সেরা উত্তম সন্তান এ'বাংলার।
************************
বাণী: সেরা হতে অনেক শিক্ষিত অপরাধী ও কর্মঠ পাপী হওয়া লাগে না। সেরা হতে সঠিক নিয়মে সময় নিষ্ঠার একজন সত‍্য ও কর্তব‍্য নিষ্ঠার সৎ চরিত্রবান মানুষ হিসেবে জীবন যাপনে সমাজে বসবাস করে শেষ নিঃশ্বাস ত‍্যাগ করতে পারলেই' সর্বোচ্চ সেরা ও উত্তম মানুষ বলে সমাজে গণ‍্য হতে পারবে। আর সেই মানুষ গুলিই প্রকৃত সেরা ও উত্তম।