যোদ্ধা যোদ্ধা যোদ্ধা! এ আবার কেমন যোদ্ধা?
অকুতো ভয়ের অসাধারণ জাগ্রত অন‍্যায় প্রতি
সোচ্ছার নিপীড়ন নির্যাতন এক প্রতিনিয়ত চল
যেন স্বভাব অনেক পরিবার পরিজন আক্ষেপা!


কেন এমন স্বভাব মানুষ মানুষ মনটিতে কোথা
রয় প্রকৃতই মানবতা ঐ' সেই কথাটি প্রথাগত?
আমরা অনেক রকম কষ্টের কথা বলি স্বপ্নদেখি
কেন স্বপ্ন ভাঙ্গতে নষ্টালজি জীবনে অমনুষ‍্যত্ত্বতা?


সহজ-সরল-নই'তো গড়ল তবে কেমনে স্বীকার
করো রোষানল এক অতিনগণ্যতা জ'নার হতে?
যেখানে যাবে বলবে ভাল কথা; করবে আলাপ
চারিতা,অসাধুতার না হলে মন মতন ভাল নই।


পেতে হয় ধীক্কার তারই মতন অনেক জ'না মন
কেন'রে মানুষ সব বোঝ; বুঝার পরেও এমনটি?
জীবন চলার পথে যতগুলি বাঁধা বিপত্তি পেরিয়ে
জীবন মান বোধ মূল্য তৈরিতে থাকা যোদ্ধা মন!


বলে এ কেমন চলন যাপিত জীবন অতি-সুন্দর?
কঠোর মননশীলতা উদ্ভাসিত অগ্নির আগ্নেয়গিরি!
শিখা আলোক পেতে কতই না কাঠ-খড় পোহায়ে
অপরূপ এক সুন্দর আকাশ উজ্জ্বল ঝলমল আভা!


পেতে না পেতেই আরেক কোন অশুভ দেখা দেয়
মানব জীবনের অজানা অচেনা কোন এক রহস্যে।
কোথা হতে আসে যে জীবন শাহান্নে অপ্রিয় আভা?
বিধাতাই জানেন কোনটি ভাল আর কোনটি মন্দ?


বাঁকা পথে লোক বেশি; সংঘ বদ্ধতায় সঙ্গী সকল
হাতে গুণা ক'টি জ'না প্রজন্ম থেকে প্রজন্ম পর্যন্ত।
এই ভাবেই অত্যাচার-নির্যাচিত হয়ে আসছে চলে
মানুষ মানেই যুদ্ধ বিগ্রহ বিজয়ী ধ্বনিত যোদ্ধা জয়।
××××××××××××××××××××××××××
বাণী: চলমান..