লক্ষী সোনা মনির জন্ম দিনে;
ভাবছি দিবো কি?
বাগান থেকে লাল গোলাপটা ছিঁড়ে এনে দেই।
সেইখানে ঐ লাল পাখিটা
বললো আমায় ডেকে;
গোলাপটা যে ছিঁড়োনা ভাই,
আমি খেলবো যে তার সাথে।


বলতো এবার লক্ষী সোনা;
এবার কি দেই তোমাকে?
কভিড’ ২০১৯ করোনা ভাইরাস
অজানা ছোঁয়াছে রোগে আতংঙ্কিত
সারা বিশ্ব যেখানে,
বিশেষ প্রয়োজন ছাড়া
যাওয়া যাবে না ঘরের বাইরে;
থাকতে হবে ঘরে।


যেতে হলে অবশ্যই স্বাস্থ্য বিধি মেনে;
ঘরের বা বাড়ির বাইরে।
সরকারী নিষেধাজ্ঞা অমান্য করে
কি ভাবে যাই যে উপহার ক্রয় করতে;
ভেবে দেখি যদিও বা যেতে পারি!
উক্ত উপহার থাকবে না যে বেশি দিন।


তাইতো সোনা মনির ভবিষ্যৎ...
উপহার স্মৃতি সংরক্ষণে,
হাতে নিলাম কলম—কাগজ...
ভাবছি লিখবো কি?
দিবো কি উপহার!
বলতো এবার লক্ষী সোনা!
কি দেই তোমাকে?
ছঁড়াটা যে লিখে দিলাম
নাও না হাসি মূখে।
===×××===
===×××===
বাণী : প্রজন্মকে সাধুবাদ জানানোই প্রবীনের কাম্য। প্রতিটি মানব শিশু জন্ম নেয় এই পৃথিবীর অপরুপকে শোভিত করতে। সেই চেতনায় শুভ জন্মদিনটি প্রত্যেকটি মানব জীবনের কল্যাণে গুরুত্ব বহমানে সারাটি জীবনে স্নিগ্ধতায় অপলক রহে থাকে। যা সত্যই গুরুত্ব বহ।


সময়: সকাল: ৯:০১ এএম।
জেইএএল, সিনাবহ, কালিয়কৈর,গাজীপুর।