ওরে পালোয়ান কে আছো?
ওরে ন'জোয়ান কে আছো?
ওরে হুমকারের কে আছো?
ওরে অহংকারের দল কারা?
কোথায় তোমাদের বসবাস?
ওরে সন্ত্রাসের দল কোথায়?
ওরে চাঁদা বাঁজের দল কোথায়?
ওরে ভোট চোরের দল কোথায়?
ওরে নারী লিষ্পের দল কোথায়?
ওরে ভূমি দ‍‍্যস‍্যুর দল কোথায়?
ওরে চিটারের দল কোথায়?
ওরে বেইমানের দল কোথায়?
ওরে শয়তানের দল কোথায়?
ওরে ফেসাদের দল কোথায়?
ওরে জাহান্নামির দল কোথায়?
ওরে মুখোশ পরা ভদ্রের দল!
ওরে হারামির দল কোথায়?
ওরে ছন্ন ছাড়ার দল কোথায়?
ওরে মুনাফেকের দল কোথায়?
ওরে লুচি পছন্দের দল কোথায়?
ওরে আহমকের দল কোথায়?
ওরে পরের ধনে পদ্দারীর দল কোথায়?
ওরে অমানুষের দল কোথায়?
ওরে মামার জোরে খাওয়া দল কোথায়?
ওরে নাপিতের দল এখন কোথায়?
ওরে পর লোভী এখন তোরা কোথায়?
ওরে পর চর্চার লোক গুলি কোথায়?
ওরে পর নিন্দার লোক গুলি কোথায় আছিস?
ওরে হাইজ‍্যাকারের দল কোথায়?
ওরে ছিনতাবিকারির দল কোথায় আছিস?
ওরে ফাঁকী বাজের দল কি করছিস?
ওরে অলসের দল কেমন করে চলছিস?
ওরে ভবঘুরের দল কি করে আসছিস?
ওরে কর্মে ফাঁকী বাজের দল কেন এমন করিস?
ওরে রুপ নাই চন্দনে সুন্দরি এখন রুপের কি অবস্থা?
ওরে নকল সাঁজনীর দল কোথায়?
ওরে সর্বনাশার দল কোথায়?
ওরে দৈহিক স্পার্ট (নারী-পুরুষের) দল কোথায়?
ওরে পরের ধন লুটে খাওয়ার দল কোথায়?
ওরে অবুঝ মনের মুনাফেকের দলেরা কোথায়?
ওরে দেশের শত্রুর দল কোথায় তোরা?
ওরে রাজনৈতিক অরাজকতার দলেরা!
ওরে দেশ রক্ষা নামক কলংঙ্কের রসাতলের দল!
ওরে ফাঁটা কেষ্টর দল  কোথায় আজ তোরা?
ওরে ধর্মের কবজ বিক্রির দল কোথায় তোরা?
ওরে ঝাঁ-ফুঁক উজার দলেরা আজ কোথায়?
ওরে গিবৎকারীর দলেরা আজ কোথায় তোরা?
ওরে অযোগ্যের দল যোগ‍্য বলে অহং কোথায়?
ওরে শরীর ফুলানো ডেগা-ডেগার দল কোথায়?
ওরে দু'টি টাকা পকেটে হলে রাজা-বাদশা কই?
ওরে মিথ‍্যাচারের দল-ছুট কোথায়?
ওরে ধর্ম চোরের দল আজ তোমরা কোথায়?
ওরে বড়ই জ্ঞানী লোক আজ তোমরা কোথায়?
ওরে বড় বড় উচ্চ শিক্ষিত বিজ্ঞানীরা কোথায়?
ওরে জ‍্যোতিষীর দল কোথায়?
ওরে বুদ্ধিজীবির দল আজ কোথায়?
ওরে উপদেষ্টার দল কোথায় তোমরা?
ওরে পরামর্শের দল কোথায়?
ওরে পরিকল্পনার দল কোথায়?
ওরে সমাজ সংস্কারের দল কোথায়?
ওরে সংবাদ পত্রের ও মিডিয়া দল কোথায়?
ওরে দেশীয়-বৈদেশীয় কুটনৈতিক দল কোথায়?
ওরে রাষ্ট্র-নায়কের দল কোথায়?
ওরে মস্তবড় কেবিনেটের দল কোথায়?
ওরে সহযোগীদেশ কোথায়?


ওরে শব্দের অনন‍্য রুপের সাঁজে সব গুলিরই
শেষে এসেছে কোথায় প্রশ্নবোধক চিহ্নের প্রশ্ন।
এই সকল প্রশ্নই তো মানুষেরই নিকটে'
আর মানুষই তো এই সকল অধিকারে রয়।

আজ সকল দ‍েশের মানুষের এই করুন দূঃর্দশা!
কই কে আছে এতো বাহাদুর এই দূঃদর্শার হাত
হতে পারবে রক্ষা করতে? কে আছে? না কেউ নেই!
তবে কেন করি আমরা এতোটাই অহং ওহে....।


ওরে হুমকির দল কোথায় তোমরা আজ?
দেখতে কি পাচ্ছ না এতো বড় মহামারী
সারাটি বিশ্বের তরে করোনা ভাইরাস নামক
ছোঁয়াচে রোগে আক্রান্ত হয়ে মরছে মানুষ।


কই তোমাদের বড় সর কারি সীমার কুদরাত!
আসলে তোমরা বড়ই ফাঁসেক; নেই কোনই ক্ষমতা!
শুধুই দূর্বলের উপর সবলের কষা আঘাতের ঘা!
প্রকৃত পক্ষেই নেই কোনই মুরদ তোমাদের।।


এবার বল কে আছো এতো বাহাদুর?
তবে এখনই সময় দেখানোর ফুটানি!
ফুঁটাও দেখি কেমন পারো ফুঁটাতে?
যেহেতু পার না তাই বলে কেন বৃথা দেখাও ঐ'মনে?


এখন হতেই দেখে নাও; জেনে রাখ! শোন!
আসলেই মানুষ রুপী জানোয়ারের নেই কোনই
ক্ষমতা ও বলিহারীর শব্দ-চরণের বদস্বভাবের মন।
আছে একমাত্র বিধাতার' সেই একমাত্র পারেন রক্ষা করতে!


একনিষ্ঠাতে একাগ্রচিত্তে যদি ডাকি তাঁকেই মেনে চলি তাঁর
দেওয়া বিধানের নিয়ম-কানুন সেই তরে কেন হইবে না ক্ষমা?
ওহে মানুষ আমরা ভেবে কি দেখেছি কখনও একটি বার;
ভাবলেই তবেই রক্ষা হবে নিষ্পাপ মনের অপূর্ব চরণের মনটিতে;
সেই তরেই বলি ওরে মানুষ কে আছো এতো
বাহাদুর??? কেন এতো অহং তোমাদের??
===×××===
===×××===
বাণী: মানুষ হয়ে একই মানুষ কেন করে থাকে একে অপরের সাথে এতো অহংকার ও বিদ্দেশ? কোন অবস্থাতেই সঠিক নহে। কারণ অহং মানুষের সব সময় এক রকমের থাকে না। তাই স্বাভাবিক থাকা টাই শ্রেয়।।