যে জন জানে যে সত্য কি?
সেই সত্যই বলবে!
যে জন জানতে চায়নি সত্য কি?
সে জন কি করে বলবে যে সত্য;


আমরা যদি সত্য বলতে না পারি!
তাহলে আমাদের জন্ম ও মৃত্যু হবে..
বৃথা এক যা-যাবর।
কে যে সত্য বলে?


সত্য যে বলতেই হবে;
তার নেই তো কোন অজুহাত!
আমরা সত্যের পূজারী;
মানুষ আশরাফুল মাখলুকাত!


যে জন নিজেকে চিনেছে,
সেই তো সত্য বলে।
কথায়  যে সত্য বলে,
চলায় যে সত্য বলে,


মিথ্যা কে কখনও সত্য বলে না!
মিথ্যা যে মিথ্যাই হয়;
যা-না-কি-সত্য-কে হারা-তে-চায়।
এতো বড় মহা-পাপ কে করতে যে চায়?


মানুষ সত্যের এক আলোক দিশারী;
যা না হলে ছোট-বড় আবাল বৃদ্ধ!
হবে যে এক কুলসিত জাতি:
মানবে না কাউকে, চাবে না নামতে;


তাই তো আমাদের প্রজন্মদের কাছে,
রেখে যাওয়ার যে হিসাব মিলবে না যে কখনও।
কি হিসাব?
কিসের হিসাব?


কেন আমরা জীবনের হিসাব মিলাতে চাই?
এহকাল আর পরকাল কি জান?
জানতে যদি হয় তাহলে;
সত্য বলার হবে না কোন কমতি:


সকলেই সত্য বলবে, বলতে হবে;
আমরা হবো সত্যের পূজারী-পূজারিণী।
কেন মিথ্যা বলে হচ্ছি যে, মিথ্যা অহংকারী?
তোমাতেই যত মিথ্যা,


তাই তো ভাবতে ভারী কষ্ট;
কে সত্য বলে?
মানব জীবনে যদি সত্যিই সুখ দেখতে চা্ও!
কর তবে সত্যের সন্ধ্যান;


দেখবে কে সত্যের চর্চায়;
নতি স্বীকার করে সৃষ্টি কর্তার কাছে:
পেয়ে যায় যে সত্য সে হয় যে এক অনন্য!
কে সত্য বলে?


যে হবে সঠিক সেই তো সত্য জেনে;
বলতেই চায় সত্য সে যে এক দিবালোকে।
কখনও মিথ্যার আশ্রয় নিবে না আর!
সত্যই যাকে নিয়েছে আপন করে;


অন্ত দৃষ্টি থাকলেই দেখতে পাবে..
কে সত্য বলে?
যে নাকি ভয় করে আল্লাহকে  সেই তো সত্য বলে।
আমরা করবো জয় এক সত্যের উপর প্রতিষ্ঠিত হয়ে।


যে করে মিথ্যাচার সে কি পারবে কখনও!
সত্যের ন্যায় জীবন গড়ার আলোর দিশারী?
কোন এক অজানায় আসলে হাতের নাগালে;
তা ধরার ও ছুঁয়ার অগোঁচরেই থেকে যাবে!


অপ্রাপ্তিতে থাকবে ভরা আল্লাহর সৃষ্টি মানুষের।
যে সত্য বলবে সেই তো জয়ী হবে;
যে মিথ্যাকে করবে ঘৃণা
সকল কাজে কর্মে সত্যকে করবে ব্যবহার;


হবে সময়-নিষ্ঠা-কর্তব্য পরায়ণ!!
সেই তো হবে জয়ী;
যে জন নিজেকে চেনে এবং সত্য বলে।


                 *******
বাণী : সত্যকে সত্যই বলতেই হবে পক্ষপাত করে সত্যকে লুকায়ে হে মানব নিজেকে ক্ষতি করে ভবিষ্যৎ অন্ধকার করো না!!