অনেক লেখা আমি পড়ি
অনেক কবিই লেখেন ভাল
অনেক জ্ঞান উপলব্দি থাকে
অনেক রহস‍্য উদঘাটিত হয়।


অনেক জনের লেখায় মন
তৃপ্ততে আরো জানার তরে
ইচ্ছা জাগে তার লেখা আর
কোন কবিতা, উপন‍্যাস, রম‍্য
রচনা, ছোট গল্প, রহস‍্যময়ের
অনন‍্য শোলকবলা কাজলা
দিদিরই মতন, হার মানায়ের
ঐ সেই যে রুপকথার গল্পের
রাণী হয়ে রই যে অমৃত স্বাদের।


যা নাকি সেই লেখা গুলি হয়
মানবের  কল‍্যাণে। মানুষ যেন
ঐ লেখা হতে শিক্ষা ও দীক্ষা
নিয়ে নিজ সহ সহকর্মী ও
প্রজন্মদেরকে কিছুটা জ্ঞানের
আলো ছড়ায়ে দিয়ে যেতে পারে।


আমরা রইবো জ্ঞান চর্চার সেই
আলোক দীপ্ত মানের সুউচ্চ
শিখরের লব্দ জ্ঞান চর্চার অনন‍্য
শোভায় শোভি হ্নদয় মন প্রাণ ও
আত্মার অন্তরের অন্ত: স্থলের রুপ
অন্ত:ধাম হতে। আমরা করবো জয়
তবেই নত জানে প্রশস্ত হবে মানব
জীবনের মন, মনবল ও বুক খানার
মাঝে বাস করা আত্নার আত্মীয়তা।


সেই তরে সুপ্ত প্রতিভার বিকাশ লাভে
কোন তুলনা হয় না কাব‍্য চর্চার এক
নিষ্ঠ মনের অপরুপ শোভার  মনকাব‍্য
বোধগম‍্যতার প্রকৃত স্বাদের তৃপ্ততার।
***===***
***===***
বাণী : যে কোন বিষয়েই সমক্ষ জ্ঞান ও পরিচ্ছন্ন এবং স্পর্টতা লাভে আত্মার আত্ম:শুদ্ধিতার প্রকৃত জ্ঞান চর্চার স্বাদ গ্রহণ ছাড়া অবশ‍্যই সম্ভব নয়।