মানুষ শুধুই অধিকার পেতেই ব্যস্ত'
রয় যে মনেতে আমি বুঝি হই না
কাহারো মনের কুঠিরের একজন;
যদিও হই! পেতে চাই অপ্রাপ্তিরই কৈ।


এমনই ভালবাসা চাই যোগ্যতা ব্যতিতই
যা হইবার নয়! তার জন্যেই করিয়া আসি
অপ্রিয় তাপেদার ও দীক্ষার মনেরই অস্বাদের!
একই সাথে করি কাজ! রয় যে সে নয়নেরই
একজন; হতে চাহিতে চায় না যে সে আপন!


জানিবার চেষ্টা করে না নিজেকে, কেহ করিলে
প্রচেষ্টা কি জানি কোন মনেরই চেতনায় উৎসাহ
দিতে করিয়া থাকি কৃপণতায় একজন! হায়'রে
মানুষ আমরা' ভাল কাজে কেন যেন দিতে উৎসাহে
করিয়া আসি কার্পণ্যতা! ঐ কাজ করিলে হইবে কি?
কতশত লোক! অনেকেরই দেখিয়াছি; তাদের কি
লাভ হইয়াছে? অনেক কবি-লেখক ভাত পায় না!
অনাহারে দিন কাঁটায় যে, এই সময় নষ্ট না করিয়া
অন্য কোন গঠন মূলক কাজে সময় দিলে হয় না?
নানান জনের নানান মতের; মত পোষণ করিয়া
থাকে এই সমাজেরই মানুষ আমরা! যে মতামত
করিয়া দেয়; মনটি ভাঙ্গিয়া' দেখিতে পাই আসলেই
তার মধ্যে তো নেই কোনই রম্য, রসনার স্বাদ।


আমি বলি আরে ভাই! আমি তো ভাতে মরা, ভবঘুরে,
নেশা গ্রহস্ত, মাতাল, অস্বচেতন, অপরের ক্ষতি কারক,
সন্ত্রাস, চাঁদাবাজ, মিথ্যাচার, পরের ধন লুটে খাওয়ার,
পরচর্চার, পরনিন্দার, অলস, বসে খাওয়ার লোক নই!
আমি দু'চারটি কবিতা লিখিলে কোনই অভাব হইবে না
অর্থ কষ্টের এই জীবনে; কবিতা লেখা হইল একজন
কবির মনের খোরাক! সমাজের ও সমাজ সংস্কারের
এবং কবিতা প্রেয়সী পাঠকের সঠিক পাঠের জ্ঞানের
প্রকৃত উপলব্দির আহরণ শক্তিতে ভাল-মন্দ জেনে,
হইবে একজন আদর্শ ও সমাজ স্বচেতন মানুষ।।


তবে কেন করিয়া থাকি আমরা তাদেরই মতন
মানুষের সহিত কোন ভাল কাজের গল্প-শলাকলার
স্বাদের আলাপ-চারিতার অপূর্ব চেতনার অমূল্যবান
জ্ঞানের অমৃত সুধার জয়জয় কার গুনিজন জীবনের
ব্যক্তি' মর্যাদার সমাজ গড়ার কারিগরের সাধকের স্বাদ।।


কারো কোন কথার তোয়াক্কা না করিয়া চালিলাম
মনন স্বপনের নরম মনের পরশের কলমের প্রয়োগ
সাদা কাগজের পাতাতে সেই যে সতের আট দুই
হাজার বিশ ইং সনের বছরটিতে আজও বহমান
চলিতেছে কলম খানা মানবের কল্যাণে হয়ে মন
সেই পরথে আজ পূর্ণ হইল একশত পঞ্চাশটি কবিতা।


তাই তো বলি করিবো আমরা ভাল কাজ!
সেই কাজে হইবে না সময় ব্যয় ও অপচয়;
আমি তো কবিতা লেখাতে দেখিতে পাই না'
তেমন তো লাগে কি সময়! কবিতা লেখায়?
===×××===
===×××===
বাণী : কলমের লেখা চলিবে! থামিবে না; একজন প্রকৃত কবি, লেখকের ও সাহিত‍্যিকের এবং ইতিহাস সংগ্রহ  কারীদের রইবে সমাজ সংস্কারে মানবের কল্যাণে জ্ঞানের অমৃত উচ্চ বিলাসী মননের দীপ্ত মানের সেই অপূর্ব মনেরই একজন লেখকের মন ও প্রাণ। যার জন্মই শুধু মানবের কল্যাণ কামনার্থে জ্ঞানার্থের পরিপূর্ণ ধর্মাবলম্বী শিক্ষার ন্যায় আদর্শ শিক্ষার ব্যবস্থায় উপদেশ বাণী মানব গঠনে ব্রত: থেকে অবিচল লেখা চলমান থাকা। পিছু লোকে কিছু বলে উহা উপেক্ষা করিয়াই সামনে এগিয়ে চলার নামই হইল কবি ও লেখকের কলম না থামা।।