কি লাভ হয় একে অপরে করে দ্বন্দ?
হয় কি লাভ ভেজাল মনে চলা-ফেরাতে!
কোন লোভে কিসের নেশায় করে অপরাধ?
দেখতে ও জানতে কি পারি না আমরা?


জেনেও কি না জানার ভানে চলতে চাও!
বল কি লাভ হবে মানব জীবনের মিথ‍্যা
চাওয়া-পাওয়া-লোভ-লালসার-স্বীকার-হয়ে;
এতো সঙ্গ কেন দাও? সঠিক কাজটি কি কর?


তুমি আমি সঙ্গ বাজ মানুষ নামের কলংঙ্ক!
আজ যাকে করছি হরণ! বিনা দোষে দিচ্ছি
অপবাদ; কাল যে তোমারই হলে ছুট হতে
হবে ছত্র-ভঙ্গের; হা-হা-কা-রে-র-এ-ক-জ-না।


পাপ কখনও ছাড়বে না বাপকেও! তবে কেন'
করি আমরা দাম্ভিকতাতে চলে ঐরকমের 'দুষ্ট
মনে অপরাধ? যে অপরাধ করলে হতে হয় চরম
অপরাধীতে জেল জরিমানা, জুলুম ও নির্যাতন।


হতে হয় অপরাধী ঐ'মন স্বীকারের সমাজের
ঘৃণিত লোকের একজনা! সেই তরে কেন হবে
মানুষ মানুষে শত্রুতা! ভালো লাগা না লাগা?
ওরে পাগল ও বোকা মানুষ বড্ড বেশী বোকাই!


তুমি অমকের পোলারে জানো না ভালো তাই
বলে কি সৃষ্টি কর্তা ওকে ফেলেছেন জানে মেরে?
না মারেন নাই; তোমারও মরণ হয় নাই! বেঁচে
থেকেই আমরা দেখে যেতে পারবো অর্জনে কি'


রয়েছিল ঘাটতি! যাকে খারাপ জেনেছিলাম সেই
একদিন হয়ে উঠেছে আমার চেয়েও নামী ও
দামী এই সমাজেরই গুণি ব‍্যক্তিত্বদের একজনা;
তাকেই চেনে সমাজের সকলে! আমিও জেনেছি।


এখন যে আমি সমাজের কাছে ছোট হলাম সেই'
তরে কেন করে ছিলাম মিথ‍্যা অহংকার ঐ'পথ ভুলা
মনে? সময় যে আমার হচ্ছে শেষ! নিলাম কি জীবনে?
সারাটি জীবন কি করে করলাম পার ভেবে কি দেখেছি?


কি করে হবে রক্ষা ঐ'জগতের ফুলছুরাত পার?
একটুও ভাবলাম না? জানার চেষ্টাও করলাম না?
শুধুই দুষ্ট মনের ছলচাতুরীতে অন‍্যের পিছনে বাঁশ
দেওয়ার ভন্ডামী সম্পর্কের রোষানলে ফেলার প্রচেষ্টাতে
অন্ধকার জগত ভারী করে নিজেকেই রসা তলে ফেলে।


সে-ই-বু-ঝি-লা-ভ-বা-নে-না-না-না-কো-ন-ম-তে-ই-ন-হে!


সত‍্যই ভাবতেই ডর লাগে কি করে আসছি জীবনে?
শুধুই হা-হা-কা-রে-র! কোন অবস্থাতেই সাধন-
ভোজনের স্বাদ-গন্ধের রসনায়  অপ্রিয় বিলাসী ভবে
চরণের চাওয়া-পাওয়ার যোগ-বিয়োগের বে-হিসেবী
তা-ল-বে-তা-লে! ওহে মানুষ একটু ভাব কি লাভ হয়?
বল না অমনে এক মানুষ হয়ে অপরকে ক্ষতি করে??
===×××===
===×××===
বাণী: সমাজে যে সকল মানুষ গুলি অপর মানুষের ক্ষতি করে খুঁশি খুঁশি শয়তান মনে চলা ফেরা করে লোক সমাজে হ‍্যায় প্রতি পন্ন করে থাকে। সেই সকল লোকেরা এক সময় ঐ'হ‍্যায় প্রতিপন্ন লোকেরই অযোগ‍্য হয়ে দ্বারহস্ত হয়ে জীবন-যাপন করে থাকে। তাই সমাজে প্রকৃত খাঁটি মানুষ হওয়ার বিকল্প নেই।