এক আত্মীয়ের মেয়ের মা
বললেন ভাই হুনছেন না কি!
বেজায় খুঁশি মনেতে ভরে'
আমার মেয়ে তো এ বছর
আইএ পাশ করেছে প্রথম
বিভাগে! কোথায় ভর্তি হলে
হবে ভাল? ঐ মতে পরামর্শে
প্রথম পাবলিক ইউনিভার্সিটি।


ঢাকা বিশ্ববিদ‍্যালয়ের ভর্তি
পরীক্ষায় অংশ গ্রহণ ব‍্যয়িত
ঘটলে জাহাঙ্গীর নগর বিশ্ব বিঃ।
এক কথার পরামর্শ অন‍্য এক
উচ্চশিক্ষিত হযরত শাহজালাল
বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ‍্যালয়ের
নাম না প্রকাশে ইচ্ছুক এক নিকটতম

আত্মীয় না কি বলেছেন ঐ সেই
জাহাঙ্গীর নগর বিশ্ববিদ‍্যালয়ে না
কি অনেক জঙ্গল' মেয়েদের লেখা
-পড়া নিরাপদ নহে। সেই ডরে ঐ
মেয়েটি ইচ্ছুক হল না ঐ ভার্সিটিতে
ভর্তি হতে ভাল প্রিপারেশনের মাধ‍্যমে।
তা বেশ ভালই তো বলেছে! কোথায়


নিরাপত্তা আছে মেয়েদের? সে জঙ্গল
ভরপুর পাবলিক বিশ্ববিদ‍্যালয়ে পড়া
লেখা নিরাপদ মনে না করে, পড়ে ন‍্যাশ-
নাল ইউনিভার্সিটিতে' ঐ সেই ছাত্রীকে
প্রাইভেট পড়ায় ঐ নিষেধ করা প্রফেসর
এর আপন চাচাতো ভাই নাম প্রকাশে
লজ্জায় মাথা খাওয়া! অনেক শরমের
নাম কাঁটা পড়ে অন‍্য দিকে ঐ মাস্টার


মশাই হয় যে ঐ ছাত্রীরই মামা। মামা-
ভাগ্নে সম্পর্ক সেই জায়গায় হয়ে গেছে
অপ্রিয় প্রেম বন্ধন। এ কি বাড়িতে কি
ছিল জাহাঙ্গীর নগর ভার্সিটির মত বনজ
জঙ্গল? না মোটেও না আসলে মানুষের
মনই হয় যে প্রকৃত পক্ষে নোংরা জঙ্গল।
কোন বন-জঙ্গল কিন্তু করে না মানবের
ক্ষতি। মানুষ মানুষেই করে থাকে ঐরুপ
অমানুষিক কর্ম। যা মেনে নেওয়ার নয়
সেই তরে পশুরই..।


ঐ মেয়ের মায়ের কড়া শাসন বাড়িতে
চলতে পারে নাই টেলিভিশন, কোন গান
বাজনা। তারই মাঝে মেয়ে ঠিক চালায়ে
গেছে গৃহশিক্ষকের সাথে চুপিচুপি দহরম
মহরম প্রেম মনোলোভায় ভরে অনন‍্য মামা
ভাগ্নীর সম্পর্কের বালাই না মেনেই হয়েছে
দেওয়ানা। এখন আপনারাই বলেন তো?


কোথায় নিরাপত্তা, কোথায় জঙ্গল, কোথায়
নাই জঙ্গল? হায়রে নিবোর্ধ মেয়ে মানুষ এ
কি করলি? ভাল একটি ভার্সিটিতে পড়লে
হতে পারতো ভাল ও যোগ‍্য একটি ছেলের
সঙ্গে। আজ কি করলি কেমন করে ঐ রুপে?
কোন প্রকার জাত-বেজাত সম্পর্কের তোয়া-
ক্কা না করেই প্রেম ভাল-বাসায়  দিলে মন, যে
ছেলের নাই চাল-চুলা এমন কি ভিটার মাটিও


পর্যন্ত। কেমন জীবন হবে ভবিষ‍্যতে একবার
কি দেখেছে তারা ঐ যৌবন ভুলের ভাবনায়।
ওরে মেয়ের মা কড়া-অন্ধ শাসনের শিকল
ছিঁড়ে কি ভাবে তোমার অহংকার তছনছে
দিয়েছে তোমারই মেয়ে অপদার্থের পদতলে
মস্তিষ্কের শির পদচ্ছেদ! মান সম্মান ধুলায়
মিশায়ে। না রেখেছে নিজ জীবনের স্বার্থকতা
না রাখলো নিজ চরিত্রের পরিচয়ের অনন‍্যতা।


তাই তো বলি করিও না তোমরা গর্ব সন্তানের
তরে। সন্তান যদি নিজ হতে না হয় নিজের সে
কি করে হবে মা-বাবার? বিপদ যে কোন স্থানে
আসতে পারে সংযত না হলে। যদি না সেই জ্ঞান
দিপ্তমানের চেতনায়' অবচেতন নিজ বোধগম‍্যতায়
না থাকে মন! তাই তো বলি "কাকে উচ্চতায় কে-
নিতে পারে"।।
===××===
===××===
বাণী: চোরে শোনে না কিচ্ছা ও গান! চায় না শুনতে ধর্মের কাহিনী। তাই মানুষের যৌবনও অমনই এক চরিত্র। যা মানুষ নিজ জ্ঞান বুদ্ধি দ্বারা সুবিবেচক না হয়ে চললে, ঐ যৌবন মানুষের জীবনের অপূর্ব স্বাদের অবস্বাদ ঘটাতে ওস্তাদ বড়ই যে। সেই জন‍্যেই বলি কাকে উচ্চতায় কে নিতে পারে"।।