যে মানুষটির কেহই খোঁজ রাখেনি
সে খাবে কি, পড়বে কি, থাকবে কোথায়?
আপন জন থাকতেও করেছে অবহেলা!
জীবন চলার পথে কতশত কষ্টের বোঝা'


নিয়ে মাথাতে নিজ জীবনকে শত ঘাতের
মাঝে কোন মতে দাঁড় করানোর প্রত‍্যাশাতে
কোন প্রতিকূলতাই হার না মানায়ে ধীর
মনোবলে নিজকে এগিয়ে চলার শক্তিকে;


কাজে লাগায়ে কোন পথের নাগল পেতে
রয়ে মন! সেই মনের মনি কুঠাতে কোনটি
করলে জীবন হবে উদ্ভাসিতের অপূর্ব চেতনা
বোধদ্বয়ের একজন মানুষ! সেই তরে এগিয়ে'


নিয়ে প্রচেষ্টা চালানোর মনোভাবে যেহেতু কেহ
ছিল না পাশে! তাই তো ভেবে নিয়ে ছিলাম ঐ'
মনোবলে গড়তে হবে নিজকে! একদিন হবো
মানুষের মত মানুষ; দেখবে এই সমাজেরই;


মানুষ যারা অবহেলা করে ছিলেন আমাকে!
সত‍্যই সৃষ্টি কর্তা ঠিকই করলেন উদ্ভাসিতের
একজন সুন্দর মননের অপূর্ব চেতনার মানুষ।
যাবো না কোথাও থকবো নিজ গন্ডির মধ‍্যেই।


আসলে সমাজ বলে কথা রয় যে দায়-দায়িত্ব
যে পরিবার যাকে করেছে অবহেলা তাদেরই
ঔ'রয় জাত প্রজন্মের দায়-দায়িত্ব পড়ল শুন‍্য
হাতের কঠিন পরীক্ষার উত্তীর্ণের মনো ভাবে।


কি যে উপায়! রক্ত বলে কথা যায় কি ফেলানো?
অনেক কথার ভিরে সবই হল নাটকের নাট‍্য
মঞ্চের অসাধারণ অভিনেতা চরণের অলক্ষ‍্যে
মিথ‍্যাচার জগতের পদচারণাতে চলে অভ‍্যাস্ত।


সেই সকল মানুষ গুলি যতই হোক না আপন
তারা বুঝ মানতে চায় না, নিজকে ছাড়া কে কার?
সেই প্রেরণাতে শুধুই দাও আর দাও! করবে না
কোনই কাজ কর্ম, না করবে ভাল পড়াশোনা, না


ধর্ম-জ্ঞানের শিষ্ঠাচারের একজনা'র একজনা।
কথা বললেই যা দেন তাতে কি হয়? অস্বীকারে
করে থাকে দুষ্টুমনে হারামী পণা; ঐ' রুপেরই
মানুষ গুলিই একদিন কোন মতে বড় হয়েই!


নিজকে ছাড়া আর কাউকেই চেনেন না! কেউ
না কি করেন নাই তাদের সাহায‍্য! হায়রে মানুষ!
কি করে হল বড়? সমাজ কি তাই বলে? কি
জানি ছাই! এমন মানুষ সমাজের অভাব নাই।


যে জন অসহায়ের পাশে দাঁড়ায় নিঃশর্ত হীন
মনে সর্বস্ব বিসর্জন করে! তাকেই করে থাকে
অবহেলায় অপমানে গলা ধাক্কাতে ধিক্কারের
একজনা। উপকার ভোগী ওরা সকলেই এক!


কোন ভাল কথাই নিতে চায় না কানে ওরা! ওরা
না কি বেশী বোঝে অনেক জ্ঞানীর জ্ঞানী জন।
যে জন প্রচেষ্টা করল তাদের মানুষ করার কাজে
সহযোগিতা; আজ সেই হল শত্রু!


তারই নামে করে থাকেন অভিযোগ!
কেন এতো অভিযোগ? সত‍্যই ভাবতেই অবাক লাগে;
এখন ওরাই না কি ভাল মানুষ গুনি জন এই সমাজের।
ওরে অপদার্থের দল যার নামে করে থাকে অভিযোগ!
সে যে কতটাই পবিত্র মনের তাদেরই জীবন গড়ার কারিগর
সেই কথাটি একটি বারও ভাবলো না তারা ঐ'লোকটি কে?


সে কি করে নথে আয় করে নিজকে কোন মতে'ই
চলায়ে; তাদের পাশে দাঁড়ায়ে ধীর চেতায় মানুষ
করার প্রচেষ্টা অব‍্যাহত রেখে ছিলেন! সেই না কি
তাকে তারাই করে আসছে অবহেলায় তিরস্কার।


এ'কি করলো তারা? না হয়েছে মানুষের মত মানুষ!
শুধুই দেখায় আলগা ফুঁটানী মনে এক ঘেয়েমী হিংসা;
মিরজাফরের ন‍্যায়ে সকল বদমাহিশী ভাবনায় চলাতে।
এই হল মানুষ তারা! তবুও শুধুই কেন করে থাকে এতো '


অভিযোগ? আসলে যারা পরের উপর নির্ভর করে চলে
তাদের লয় না কোনই শরম লজ্জা! ওরা হারমানতে চায়
না। ওদেরই থাকে অনেক অভিযোগ এই ভব তরে কান্ড-
জ্ঞানের মাথা খেয়ে, হীন মনে কেন এতো অভিযোগ রয়?
===×××===
===×××===
বাণী: এই সমাজে যে সকল মানুষ গুলি বড় হতে চায়। সেই সকল মানুষেরা নিজ হতেই প্রচেষ্টা করে কোন প্রকাল অযু হাত ছাড়াই নিজ হতে কঠোর পরিশ্রম করে নিজকে গড়ে তুলে এই সমাজেরই গুনিজন হবে এবং সমাজকে সুন্দর ভাবে গড়ে তোলায় ভূমিকা রাখেন। সেই সকল লোক গুলিই প্রকৃত গুনিজন।