ভাল! ভালই তো সকল মানুষ আমরা'
শাসন মানি আইন জানি ও মানতে চাই ক'জনা?
প্রকৃত পক্ষে নিজ খেয়াল ও হেয়ালীতে চললে'
হয় কি সেই মানা নিজ মনেতে ঐ'সীমানা।


কেন;
মান্য করবো শাসন সেই তরে
নিজ জীবনকে গড়তে রবে মন!
হবে না কোনই পিছুটান ঐ অন্তধামে;
সকল অনিয়ম হতে রাখতে হবে মনকে দূরে'
তবেই তো কেন নামক প্রশ্ন আসবে না ঐ মনে।


শাসন;
শাসন মানাতে হবে না যে কোনই পিছু পা'
শোন হে মানব জাতি! ঐ মনে হলে পিছু
পড়বে নিজেই পিছনে। নহে সন্দেহ সেই মনে।
তাই তো শাসন মেনে চল পরিবার ও সমাজের।
দেখতে পাবে নিজের জীবন কতটা কল্যাণময়ে'
পারিবারিক ও সমাজ জীবনেও। জয়ী তুমি হবেই।
সেই শর্তে নিজ অজানাতেও করলে শাসনে অবজ্ঞা!
রেহায় পাবে কি জীবনের তরে শাসন অমান্যে?


মানি;
কেন করবো মানুষ হয়ে বিরুপ মনোভাব পোষণ?
শাসন নামক নীতি-নৈতিকতা ও প্রচলিত আইন-
কানুন সর্ব ক্ষেত্রে মেনে চলবো আমরা মানব জাতি!
তবেই তো পরিবারিক, সমাজ, দেশ, রাষ্ট্র, হতে দেখা
দেবে না মানি না মানবো না শাসন নামক সেই কথা'টি,
কখনই মানব জীবনে মানবের তরে মানব জাতিতে।
তবেই তো আমরা হতে পারবো প্রকৃত মানুষ।
ন্যায় অন্যায় অনুশাসন বাধ্যতা কেন নিয়ম মানি দীক্ষাতে।
===×××===
===×××===
বাণী : কেন কথাটি থাকে যদি মানুষ নামক মানুষের জাগ্রত মনে! আইনের শাসন পালনে হই যদি অনুশাসনের আনুগত্য' তবেই তো মানব জীবন হবে সুন্দর ও স্বাচ্ছন্দ্যের প্রকাশ পাবে মান্য করছি আমরা প্রকৃত পক্ষেই মানি বলে। সেই মানাই মানব জীবনে প্রকৃত কল্যাণ বয়ে আনবে।