হায়রে মানুষ রঙ্গিন মানুষ
রঙ্গ ফুরাইলেই ঠুস।
হায়রে মানুষ রঙ্গিন মানুষ
বড়ই অসহায় জগৎ।


খারাপ কথা কহে যে'জনরা
মজা নেয় তারাই।
সঠিকতা সৎ লোক শাসনে
সংশোধন হতে বললে।


সেই কথাতেই মন খারাপের
হিতে সমালোচনা রুপ!
বদের লাঠি মাথা পরলোভীরা
সঙ্গবদ্ধতায় শক্র মনটি!


খারাপ মানুষ প্রকৃতই খারাপ!
ঐ'লোকগুলি নয় খারাপ।
ভাল মানুষকেই বলি খারাপ
হায়রে মানুষ অপদার্থের।


খারাপ অর্থের খারাপ নয়
অজানায় ভরা সুউচ্চে।
ধর্মজ্ঞান আলোয় সুশিক্ষা জনে
বুঝতে পারলে সুহৃদে।


তবেই মানুষ সেরাজন সকলে
হতেই হবে সতর্কের।
সভ্যতা প্রেতমন জাগ্রত জাতি
খারাপ অর্থের অজানায়।
××××××××××××
বাণী: এমন দিনকাল ভর করেছে। দিন দিন মানুষ অধপতন রসাতলে যাচ্ছে। যা মানুষ নামক সভ্যতা হারায়ে অসভ্যের বেড়াজ্বালে হাবুডাবু খাচ্ছে।