কথা সুমিষ্টতায় করে থাকে'
কথা বাজ মানুষ গুলি মানুষের মনকে
কথা দিয়েই জয় করতে চায় নিজকে!
কথা মত না কাজে অর্জনে
কথা সেই কাজ হবে কি সাধন-ভোজন
কথা রবে না সেই মন ও প্রাণ হতে।


কথা ঐ রক্ষায় রয়ে যাবে শুধুই অমূল্যের..
কথা তাই কর সুমধুর চরণে রয়ে নিজেকে গড়তে।
কথা কয়ে যতই কর রঙ্গ মঞ্চ উৎফুল্ল!
কথা সেই রবেই শুধুই গল্পে-স্বপ্লে'
কথা উৎফুল্লে না হয়ে হও সংযোমী!
কথা জয় কর সেই সংযোমীতায়;


কথা রক্ষায় হও সুমধুরতার অমৃত্যুের স্বাদের।
কথা তবেই রবে তোমারই নিকটে সুন্দর জীবনে'
কথা দিও না অপাত্রে কন্যা দানে
কথা দাও সুপাত্রে কর উৎফুল্ল দু'টি নয়নের আত্ন:স্বাদে ভরে।
কথা ওমন করে না বলে, বল না স্পর্ষ্ট করে!
কথা হাটানো যাবে না উল্টা পথে;


কথা পথিক না হয়ে হও কর্ম পথিক জীবনে
কথা কাজে মিল রেখে চলে জীবনে আসবে না বিফলতা যে;
কথা তো তবেই স্বার্থকতা লাভে ধন্য হবে নিজ পরিবার ও প্রতিবেশীতে।
কথা হতেই বের হবে একদিন তুমি কেমন মানুষ ছিলে?
কথা অর্জন করে কোথায় কোন কথা বলতে হয় শিখতে হবে ঐ মনে।
কথা যেমনে বললে সুন্দর করে! করেছো কি অর্জন ঐরুপে নিজকে?


কথা মনের মাধুর্যেতে ভরে করলে মুগ্ধ অন্যকে।
কথা মত সেই মাধুর্যতায় যোগ্য কি করেছো নিজকে?
কথা ঠিকানা সঠিকতায় না অর্জনে রয়ে যাবে শুধুই কথা উৎফুল্ল বাজে।
কথা পাগল না হয়ে কাজে ও কর্মে হলে পাগল তবেই স্বার্থকতা জীবনে।
কথা অন্যথায় অহেতুক রবে মিছা উৎফুল্ল নামক জীবন কথা চরণের।
===***===
===***===
বাণী : কথা উৎফুল্লতায় মানুষ হিসেবে নিজ মনে কে বেহুদা অপচয়ী কথাতে না ভরে' কথা সংযমে প্রকৃত কর্ম করে মানব নামক জীবনটাকে চমৎকার ও অনন্য রুপ সাঁজ-সজ্জায় সাঁজাতে পারলে জীবনে দেখা দিবে সুখ নামক অপূর্ব কথা ও ঠাঁট-বাঁট প্রফুল্লের উৎফল্লতা। সেই পাওয়াই হল প্রকৃত প্রাপ্য মানব জীবনের কথা উৎফুল্ল অর্জন। বাকী সবই মিছা।।