কি লিখবো; কাকে লিখবো; কেন লিখবো?
কোন নেশায় কাকে লিখবো কবিতা চরণে?
কেহ নেই পাশে; নেই কোনই সুকর্ম ভাবনা
শুণিই শুধুই উচ্চমান বাক্য সকল জনাতেই।


সেই মনটি কেন পাবে দাগ রেখাপাত তুষ্টে
হায়রে মানুষ আমরা হই বেশ সুমন চরিত্র।
চলি পথ একে অপর জনায় উষা আলোক
তুলনা নেই; নেই কোন কাল এ'ধরা বুকে।


কি লিখবো কবিতা' কে হবে কবিতার মত
কবি কাব্যতা প্রকাশ মুগ্ধকর চেতনা ব্রতে।
সুমতি থাকলে না জানবে কবিতা হয় কি
কোন কবিতা মানব কল্যাণ সেরার সেরা?


কোন কবিতা পাঠে মানুষ উদ্ভাসিত স্বর্গে
চেতনায় ভরা মনটি পাবে অনন্যতা সুন্দর।
এমন মানুষই তো মেলানো ভার ভব তটে
কবিতা পাঠেই প্রথম হাতে খড়ি শিশু মন।


সেই মন জাগে জাগ্রত জাতিগত শোভায়
আপন পর  সবই গুলায়ে ফেলি রাজাতে।
কি রে মানুষ কেন এমন স্বভাবের তোরা?
যত যাতন মনটি ততো পর চেতনায় রয়।


কি লিখবো কবিতা; ভাবনা যেন রয় সর্বত্র
আমরা মানুষ; মানুষ মানুষের জন্য মরুয়া।
সঠিক জীবনবোধ লাভ হতে পারে শুধু সত্য
নিষ্ঠা বোধের তরে আসল ও খাঁটি সোনাতে।


নয় তো নয় কোনই লুকোচুরি সেই ভাবনা
থাকে যেন সদা সর্বোত্র মানুষ মানুষ্যত্বতা।
সে'না হলে যতই লেখি কবিতা জীবনটিতে
যতই করি পাঠ; হই পাঠক প্রিয়; লাভ কি?
×××××××××××××××××××××××××××
বাণী: সোনাতেও খাদ থাকে। খাদ ছাড়া স্বর্ণ অলংকার হয় না। তাই মানুষের মাঝেও অনেক খাদ থাকাটাই স্বাভাবিক। উক্ত খাদকে ভাল ভাবে ঘষামাজা করে উন্নত জীবন লাভ প্রত্যাশায় সঠিক পথে চলে প্রচুর জ্ঞান অর্জন করার অপর নামই হল মূল্যায়িত জীবনবোধ তৈরি হওয়া। যা নিজসহ সমাজকে অপূর্ব জীবনের সাধ উপহার রচনা করা। সেই মানুষেরাই প্রকৃত গুণি শিক্ষনীয় জন। অন্যতায় মি্ছা জীবন আমসত্ত্বের অবসাধের সামিল জীবন চলা ছাড়া আর কিছুই নয়।