কবি ভাবে সেই ভাবনা
রয় যে তার মনটি
এ'কলা এ'কলা চিন্তা যতই
কবি মনে হাতে কলম


সাথে নিয়ে খাতা লিখবে
সেই চেতনা হ্নদয়-মনে
লিখতে বসে কবির মাঝে
থাকে যতই জ্ঞান গম্ভীর


কথা মালা রুপ রসের
তাই তো লেখে নাওয়া
খাওয়া ছেড়ে ঐ মুক্তি
কামী অপূর্ব সুন্দর রচনা


শৈলিতে ভরে রুচি বোধের
জাগ্রত অপরুপ মুগ্ধকর
একটি কবিতা মানব নিয়েই
কবির চরণ জীবন মানের।


অস্তাচল হবে কি সেই
অনুশাসন কবি বলে এ
কেমন করে হতে পারে
মানুষ মানুষে অধর্ম মন?
**************
বাণী : একজন প্রকৃত লেখক ও কবি হলেন সৃষ্টিকর্তার প্রকৃত রহস‍্যের উদঘাটনে করণীয় বার্তাই মানবের জ্ঞান অর্জনে প্রচার করেন মাত্র। অন‍্যথা নহে।