কবিতা লেখা কি সহজ প্রিয় পাঠক ও কবিগণ,
এতো সহজ হয় কি করে লেখা কবিতার মন?
আমি তো পারিনা সহজে লিখতে কবিতা চরণ!
এমন সময় ভার থাকে মনটি লেখা আসে না।


ইচ্ছা করলেও আসে না লেখার কোন শব্দ
মন ভাবনায় ফেলে দেয় চূড়াবালু স্বপ্নভাব'
ভেবে নেই আজ হবে না বুঝি লেখা কবিতা?
রেখে দিলাম কলম কাগজ আর লিখবো না।


এমন করেই চলে কবি মন ভাবনা জগৎটি
আবার কিছুৃক্ষণ পর হাতে নেই কলম চাষী
সেই মনে জমিন সাজের সাদা কাগজটিকে
কি লেখি! কি লেখি! কি নামে নামকরণ!!


সবই ভাবনা মনটি এ'দিক সে'দিক চেতনা
কলম বলে মনকে ধর কলমটি কাগজের'
পাতায় শুরু কর লেখা একটি সুন্দর নাম
বিধাতার স্মরণ উদ্ভাসিত লক্ষ বরণ প্রেমা।


যাই লেখি তাই হবে সুন্দর কোনো শব্দ-
মালার চমৎকার অর্থবহ রুপ লাবণ্য মূল্য।
পরিশেষে দেখবে, আজিকের কবিতাটিই
হয়েছে সর্বের সেরার সেরা অনন্য কবিতা।
×××××××××××××××××××××
বাণী: এই জগৎ সংসার বড়ই জটিল জায়গা। যারা মেনে নিয়ে জীবন যাপন করে, তারা ভাল আর মন্দ সবই ভাগীদার। প্রকৃতির সেই নিয়ম মেনে চলাই স্বাভাবিক। অধিকাংশ মানুষ সেই নিয়মের গতিতেই ভাল আর মন্দের হিসাব না কষেই অমূলক জীবন যাপন করে আসছেন। যা সত্য আর কি মিথ্যা গুলিয়ে দিশেহারা দিক-বে-দিকের ন্যায়।