যেখানে তোমায় কদর থাকে
যাবে মোর সেখানেতে নিতে
সেই কদর যা তোমায় মন-প্রাণ
করবে আত্মস্ত অন্তরকে দিতে
হবে নিজ মনেরই আত্ন:স্বাদের
আত্ন:তৃপ্তির অপূর্ব প্রেরণা যোগানো
অমৃত আস্তাদনের সেই তৃপ্ততা যা
তোমাকে করবে শুধুই বিনোদনের
জোষ্ঠ্য মধুরই অমৃত স্বাদের অপূর্ব তৃপ্তির
প্রাপ্তির অমূল্য সেই কদরের স্নিগ্ধ
তুষ্টতার এক অনন্য মনের কদর কি যে
শান্তি পেতে হয় মন ও প্রাণ এক ও অনন‍্য।


যেখানে স্বার্থের অর্থ বোঝার স্বার্থপরতায়
করবে কদর তোমায় আমায় সে যতই
হোক না বড় তার জগত হতে হও সাবধান
সেই যারা অনেক মহাজ্ঞানী ও গুণিজন হতে।
মুখে বলে ধর্মের কথা নিজেই রক্ষা করে না,
পালন করে না ধর্মের নিয়ম-কানুনের বালাই!
হায়রে আমরা ধর্মপ্রাণ মানব জাতি কেন যে
এমনটি করি?
কবে হবে আমাদের বিবেক ও চৈতন্য বোধদয়?


আসলে ধর্ম যে কি বুঝি কি আমরা সেই তপ্ত
জ্ঞানের আত্মস্ত আস্তাদনের স্বাদ ও তৃপ্ততা।
তাই তো জ্ঞানী জন হতে প্রবাদে এসেছে
তোমার মূল্য যেখানে যারা যে জন মূল্য দিতে
জানবে সেখানেই তোমায় প্রকৃত কদর রবে
আমড়া গাছের কাঁঠে কখনই হবে না শাল কাঠ
হতে তৈরী মজবুত ও ভিত্তি রচনায় তুলনা
যা হয় কদর অযোগ্য পাত্রে কন্যা দানের মতন
সেই অরোণ্য রদনের ন্যায়  নামক তুলনা।।
===×××===
===×××===
বাণী : দেখবে একজন ব্যক্তিত্ব ও মহান মনের অধিকারী সেই ব্যক্তির কদর আপন জনদের হতে অনকাংশে তাঁর মূল্যায়ণ না পেলেও একসময় উক্ত গুণি ব্যক্তি ঠিকই অপর গুণি ও মহান ব্যক্তিত্ব সন্মাণিত গুণিজন হতে সেই মর্যাদা প্রাপ্ত হবেন।।