আমরা মানুষ একে অপরের তরে
রয় মন-প্রাণ ও ভালবাসাতে ভরে
আমরা না শিক্ষিত ও জ্ঞানী জ্ঞান
সম্ভারের হয় না তুলনা আমাদের
কি যে আপন জানা নেই শোনা নেই...
কোন আশায় কিংবা প্রত্যাশাতে হঠাৎ
হায় বলেই...
ভাই, জনাব, মহাশয়-শয়া কেমন আছেন?
একথা বলেই....
হাতটি দেন বাঁড়ায়ে যা না কি অনেকেই
ঘটনা ঘটা্য়ে আসছি অহরহ এই করোনা
কাল করোনার ঘন-বসতি পাড়া গুলিতে
অনেক কর্মজীবি শিক্ষিত ভদ্র লোক আমরা।


এই করোনা মহামারির করোনাভাইরাসের
প্রার্দূভাবের প্রকোপে তরে স্বাস্থ্য বিশ্ব সংস্থার
মানব জীবন রক্ষার্থে রয়েছে স্বাস্থ্য বিধি মেনে
চলাতে নিরাপত্তা নিষেধাজ্ঞা যেখানে পালনীয়
স্বাস্থ্য ব্যবস্থা মেনে দূরত্ব বজায় রক্ষাসহ ঘরের
বাহিরে গেলেই মুখে মাক্স অবশ্যই ব্যবহারে
হবে না কোনই অবহেলায় হেয়ালিপণা অপর
দিকে করা যাবে না কারো সাথে করমর্দন।


হায়রে আমরা মানুষ কি যে স্বচেতন?
করমর্দনের জন্যে একে অপরের নিকট
দেই যে হাতটি বাঁড়ায়ে! কেহ বাঁধা দিলেই
অপর জনে বলে বসে আরে ভাই কই করোনা?
ঐ দেখেন না আমরা না কি সুশিক্ষিত জ্ঞানী লোক;


আচ্ছা ভাই আপনারাই বলেন তো করমর্দন করলেই
হবে কি সুসম্পর্ক; হবে কি মহব্বত; রইবে কি ভালবাসা;
আমার জানা নাই বদমাহিশের সাথে সুসম্পর্ক থাকে স্বার্থ
রয় যত দিন; প্রেমিকের সাথে প্রেম থাকে’ থাকে রস যতদিন;
তাহলে কেন এতোটাই আক্ষেপ করমর্দন না করাতে জানা নেই
কি আছে করমর্দনের মাঝে হায় হ্যালোতে।।


ইসলাম ধর্মের হাদিসে এসেছে যদি কখনও কোন এলাকাতে
মহামারি দেখা দেয় ঐ এলাকার লোক জন যার যার এলাকাতেই
থাকবে কোথাও প্রত্যাবর্তন না করার জন্য বলা আদেশ রয়েছে
মহা মারীর মতন ভাইরাস ছোঁয়াছে রোগের প্রার্দূভাব দেখা দিলে
মানব জীবন রক্ষার্থে দেশের সরকার বা রাষ্ট্র ও সংশ্লিষ্ট্য যে সমস্ত
জন কল্যাণ করে নিরাপত্তা মূলক ব্যবস্থা গ্রহণ করবেন সেই ব্যবস্থার
করা যাবে না কোনই ব্যাহত; তবেই তো হইবো আমরা সুশৃঙ্খল মানুষ।


আবেগ প্রবণ না হই; স্বাস্থ্য বিধি মেনে চলি; সামাজিক দূরত্ব মেনে চলি;
করমর্দন হতে বিরত থাকি; মানুষকে ভালবাসতে চাইলে দূর হতে সাহায্য
সহযোগিতা দিতে কার্পণ্যতা না করি; সঠিক পথের সন্ধ্যানে চলি; বিধাতাকে
শয়নে স্বপনে সর্বত্রই এই করোনা ভাইরাসের মত ছোঁয়াচে বালাই হতে
বিশ্বের সকল মানব জাতির প্রাণ রক্ষায় পানা চাই; তবেই তো রক্ষা পাবে
বিনা প্রয়োজনের করমর্দন না করার আস্বাদনের একে অপরের হতে ভাইরাস
না ছড়ানোর অপূর্ব মনের অন্য রকমের ভাল লাগার চমৎকার স্বাদ।।
===×××===
===×××===
বাণী : মানুষ একে অপরের সাথে দেখা হলে করমর্দন না করলেও তেমন আপন পর বলে ভাল লাগা না লাগাতে সুসম্পর্কের কোনই কমতি হবে না; স্ব-স্ব ধর্মের সালাম বিনিময় প্রদর্শনের মধ্য দিয়েও সুসর্ম্পকের চমৎকার নিদর্শন চলমান হতে পারে।