দেখ রে মানুষ সকলেই
দেখ রে দু'টি নয়ন ভরে!
সারাটি বিশ্ব যেখানে ভুগছে
মহামারী করোনা ভাইরাসে।


এই যে অধরা ছোঁয়াছে রোগ
বালা-মুছিবতের কথা পবিত্র
আল-কোরআনে স্পষ্টই উল্লেখ
রয়েছে শেষ জামানা বলে কথা!


থাকবে না আপনে আপন সম্পর্ক
ছিন্ন করবে সুসম্পর্কের রম‍্য ভাবনা
যৌর্থ‍্ পরিবার ভেঙ্গে হবে একান্নবর্তী
চায় না থাকতে এক সাথে বউ-ঝি।


ছোটরা বড়দের সম্মান করবে না
বড়রাও ছোটদের স্নেহ করবে না
ইট-পাথরের গাঁথুনীর কারু-কার্য‍‍্যে
নকশার সুউচ্চ বহুতল ভবণ হবে!


ভবণের তলায় তলায় দোকান হবে
বে-সামাল পর্দা-বিহীন মহিলাদের
দোকানে হাটে মাঠে ঘাটে বিভিন্ন
কর্মস্থল সমূহে থাকবে পদ-চারণা।


বিবাহ-বিচ্ছেদ ঘটবে অনেকাংশে
ধর্মের প্রতি অবজ্ঞতা বেড়ে হইবে
বে-সামাল ছন্নছাড়ার দলের ছুট!
সত‍্যই আজ তাই তো দেখা দিচ্ছে।


ওহে মানুষ আমরা দেখ দেখ এই
যে সময় এসেছে ঐ'সেই পবিত্র
ইসলাম ধর্ম গ্রন্থের আদর্শ নীতি-
রীতির মুক্ত ধারার সুধার বাণীর'


অপূর্বের আল্লাহর প্রেরিত পবিত্র
আল-কোরআন মাজিদে উল্লেখিত
ভবিষ‍্যৎ পূর্ব সতর্কতার তরে রয়েছে।
যা চির সত‍্যের অমৃতের অনন‍্যতায়


ভরা একদম সত‍্যের সত‍্য যে আদর্শ
ধর্ম গ্রন্থের দ্বী-নকলের কোনই লেষ
থাকার বা সৃষ্টির কোনই বিকল্পও নেই!
আজ সত‍্যই দেখেন সবই দু'টি নয়নে।


একদম সঠিক পথের সন্ধ‍্যানে চলছে
অন‍্যায় কর্ম মানুষ-মানুষ হতে দুষ্ট মনে;
আজ প্রতিটি মুসলিম জাহানের ঘরে ঘরে
খুঁশির ঈদের উচ্ছাস সুঘ্রাণে বইছে বাতাস।


এমনই মানব সৃষ্টি এই ভয়ংকর করোনা!
যা নিছকের ন‍্যায় ধরা ছোঁয়ার বাহিরেই
আক্রমণ করে চলেছে অবিচলের তরে'
মানুষ-মানুষ হতে সম্পর্ক বিনষ্টের চরমে।


ভয়ে ভয়ে যাবো যে ঈদ-গাঁহ'তে ঐ'সেই
ভয়-ভয় ঐ'বুঝি অমকের করোনা রয়'
সেই মন ভয়ে চলে আসছি সামাজিকে
দূরত্বের তরে  তৈরিতে মনের দূরত্ব রেখে..


স্বাস্থ‍্য বিধি মেনে আদায় করতে হবে পবিত্র
ঈদ-উল-আযহা'র জামাতে নামাজ!
আ-হা-অ-পূ-র্ব!
সে-ই-ম-নে-কি-যে-ম-নে-স-ং-কো-চে!


ভেবে কি দেখিতে পাচ্ছি না আমরা কত
আনন্দ করেছি ঈদ পাবন বলে কথা ঐ'
মন-চেতনাতে আর কি সেই খুঁশির দিন
গুলি ফিরে পাওয়া যাবে হে বিধাতা??


সকল ধর্ম-প্রাণ মুসলিম আপামোর সকলে'
অন‍্যান‍্য ধর্মাবলম্বীদের তরেও রয়ে কই যে
কথা শোনেন সকলেই এই প্রাদ‍্যূভাবের সেই
মনে চলতে হবে সামাজিক দিক বিবেচনায়


স্বাস্থ‍্য বিধি মেনে অবশ‍্যই একে অপরেতে।।
ঈদ নিয়ে না ভাবী যতটুকু পারি সাবধানতা
বজায় রেখে সামাজিক দূরত্ব রক্ষা করে চলি!
সেই ভাবনাতে করতে হবে সকলকেই পবিত্র'


ঈদের নামাজ আদায়' পর্ব শেষে খুবই সত‍্য
সাধকের মতই সতর্কতার সহিত দিতে হবে
আল্লাহর হুকুম নির্দেশ পালনে করতে রবে
উপযুক্ত পশু কোরবাণী! যা অবশ‍্যই সামর্থ;


প্রত‍্যেক নর-নারীদের উপর ফরজ বলে গণ‍্য।
ওহে ঈদ আনন্দ পাগল মনের মানুষ আমরা!
এই সময়ে মনে কষ্ট নিও না আমিও রয়েছি
এই দূ'সময়ে একই সাথে পবিত্র ঈদ আনন্দে।


সকলকেই জানাই পবিত্র ঈদের শুভেচ্ছা।
ঈদ মোবারক ঈদ! ঈদ মোবারক ঈদ! আজ
মদিনার ঘরে ঘরে আনন্দ! শান্তি দাও সকলকে।
পবিত্র এই ঈদের রহমতের উছিলাতে রক্ষায়!


সকল ধর্ম-বর্ণের মানুষের জীবন নামক প্রাণটিকে'
এক মাত্র তোমাকেই সুন্দর দু'টি হাত তুলে ডাকি
তোমারই রহমতের বান্দারা কান্না কান্না মনটিতে।
ঐ'স্নিগ্ধতায় ভরা উদ্ভাসিতে ঈদ আনন্দ দাও! দাও!


হে আল্লাহ সকল মুসলিম জাহানকে দাও
ঈদ খুঁশিতে ভরে; অবুঝ তোমারই বান্দাদেরকে;
কত বান্দা তোমার রয়েছে করোনা মহামারী ভাইরাসে
অসুস্থ‍্য হয়ে মৃত‍্যুর পথ যাত্রী হয়ে কত কষ্ট পাচ্ছে!
সেই তরে এ'ভবেতে রক্ষা কর তাদের ঈদ সুবার্তায়।
===×××===
===×××===
বাণী: ঈদ মানে আনন্দ! কখনও সখনও আনন্দটাকে একটু ছাপিয়ে রেখে চলার অর্থ এই নয় যে আনন্দ আর খোলা মেলা ভাবে করা যাবে না! তা কিন্তু নয়। সময়ই কথা বলবে কি করতে হবে।।