কথা দিয়ে কথা রাখা
কথা দিয়েই চলে কার্য
কথা দিয়েই করে খুঁশি!
কথা দ্বারাই দেয় ব্যাথা
কথা আছে বলেই বুঝমান
কথা দিয়ে কথা না রাখাতে হয়
কথা না রাখাতেই বেইমান।
কথা মূল্য বোঝে না সেই জন'
কথা রক্ষায় রয় না যে জন।


কথা না রক্ষায় হয়ে রই মুনাফেক'
কথা দিয়েই কথায় মারফতিতে
কথা প্যাঁচ হতে সর্বনাসী হয় সেই জন।
কথা আছে বলেই রই সুন্দর মননে
কথা রয় মানুষ মানুষের মাঝে আপন করে।
কথা সুখ হয় কি যে মন-প্রাণের টানে
কথা সুমধুরতায় অনেক সময় সুর পেতে অন্য প্রাণে!
কথা হয় সেই সুর সুরেলায় মন ও প্রাণ ভরে।


কথা বলবে সেই চেতনায় যা প্রয়োজন রবে।
কথা হবে না কোনই অপ্রয়োজনের।
কথা থাকবে শুধুই মানুষ হিসেবে কল্যাণের।
কথা রবে সুন্দর বিপ্লবের।
কথা বললে যেন সাবলীলতা পায় তোমাতে
কথা বল হে মানব মানবের মত;
কথা শোন সেই আদর্শের ন্যায় পরায়নের।
কথা হতেই রবে স্মরণে মানবের তরে।
কথা দ্বারাই কথা রক্ষায় তেমন কর্ম করলে
কথা নামক উপযুক্ত কর্মে সফলতা আসবে জীবনে।


কথা সঠিক বললে আর করলে সঠিক কর্ম বিফলতা আসবে না জীবনে
কথা বিনা কারণে না বলে হিসেব করে কাজের কথা বল ধর্ম তাই বলে।
কথা রক্ষায় হই আত্ন:বিশ্বাসী! করি কর্ম সঠিক রক্ষার্থে রইবো একনিষ্ঠ।
কথা এমন একটি শব্দ যা মানুষের কল্যাণ অকল্যাণ বয়ে আনে।
কথা তাই সংবরণ কর ওহে মানব সকলে।
কথা রক্ষায় তবেই আমরা রইবো অনন্যতায় ভরে প্রকৃত মানুষ রুপে।
কথা দিয়ে প্রাণে মারবো না কোন মানুষকে
কথা দ্বারা রসিকথাতে যেন না মারি আমারই মতন অপর জনকে।
কথা আছে বল কথা যে কথায় রক্ষা পাবে সন্মান ও প্রকৃত কর্ম'
কথা এমন বল না যা ভবিষ্যৎ অকল্যাণ ডেকে আনে।


কথা বাজ ভাই-বোন শোন তোমরা সকলেই কাজের কথা বল তবে।
কথা অমন বল না যা শুধুই মুখরোচক বেহুদা প্যাচালের।
কথা তাই বল মেপে ও প্রয়োজনে।
কথা না হলে রবে তোমারই অলক্ষ্যের অন্ধ জ্বালে।
কথা হবে সেই চেতনায় অন্ধকারকে আলোর পথে উদ্ভাসিত করতে।
কথা রবে কথা হবে কথা থাকবে কথা দিবে কথা রাখবে ওয়াদা পালনে।
কথা তবেই হবে মানুষ মানুষের কল্যাণসহ নিজ জীবনের স্বার্থকতাতেই
স্বার্থক কথা নামক মানব মানবের লেনদেন-আদান প্রদানের অপূর্বতায়।
===×××===
===×××===
বাণী : কথা দ্বারাই আমরা মানুষরা সর্বকালের জীবন নামক জীবিকা প্রেম নিবেদনের অপূর্ব ও চমৎকার স্নিগ্ধতার অমিলান হাস্য উজ্জ্বলতার রুপ-লাবণ্যের চাওয়া-পাওয়ার সকল কিছুরই স্বাদ মিলায়ে কথার কার্যতা পূরণ করে মানব জীবনকে উৎসাহিত করে থাকে কথা নামক বাক্য বাক শক্তি। সেই কথাই বলতে ও প্রকাশ করতে হবে যা হয় যেন গুণিজন মানব-মানবি কথা রক্ষার ওয়াদাতে চমৎকার আদর্শতা পূর্ণ মানুষ' তবেই পূর্ণ্যতা পাবে সঠিক কথা ও ওয়াদার কথা নামক মানুষের।