মানুষ মানুষের জন‌্যে
মানুষ নিয়েই গল্প।
কত কথারই স্বপ্নভরা
অপূর্ব জাতির অনন্য।


আমরা মানুষরা সুন্দর
যতই স্বপ্ন অঙ্কিত!
শোভা ভরা আপনত্ব
সকল চেতনা মনুষ্যত্ব।


কত সুন্দর মানুষ!
সেই মানুষ মানুষেই
করে মানুষের সাথেই
মিথ্যা, হিংসা, লোভ'


চুরি, রাহাজানি, দুঃখ
জেল-জুলুম, পরচর্চা,
সবই একক অসভ্যতা
যদি কেউ দেই সাই!


কাউকে অসভ্য হৃদয়
ঐ'সকল মানুষ সত্যই
হয়ে পড়ে মিথ্যাচারে
পর নির্ভরশীলতা পর।


কত সুন্দর মানুষ!
সেই মানুষ অমানুষ'
কতটা লাগে অপ্রিয়!
বিবেক বুদ্ধির মনুষ্য।


ভাবনা কি আসে না
মানুষ মানুষেই চল!
কেন মানুষ হয় এমন,
পশু স্বভাবের চলন?


মানুষ কত সুন্দর
এ'ধরা একবার ভাবী
হই যেন সকল চেতনা
সুন্দর মনের অপূর্বতা।


খারাপ চলনে নেই'রে
কোন শান্তির ঠিকানা
ওরে মানুষ শোন সবে
মানুষ সুন্দর মনটিতে।
××××××××××××××××××
বাণী: মানুষ কত সুন্দর! সত্যই মানুষ সুন্দর, আশরাফুল মাকলুকাৎ। যদি মানুষ হয় প্রকৃতই সত্য-নিষ্ঠার অপূর্ব জন। সেই মানুষেরাই সুন্দর ও জগত সেরাজন। অন্যথায় মানুষ হয় যে অমানুষ, সেরা মানুষ মানুষে কষ্টের ও পীড়া-দায়ক জন। যা কখনও মানুষ রূপ ধারণ হতে কাম্য নয়।