যা যায় না মুখে বলা
যা নাকি খুবই ভাল লাগা
সবই তো হারানো এক অন্য জানা।।


এ কি স্পন্দনের এক তারিত!!
কোথায় এবং কাকে যেন লাগাতে
চায় যে ভাল যা খুব ভাল লাগায়।।


মনটা যে বেজায় এক অজানায়
কি যে করে মন দেয় না যে সময়
চায় না দিতে এক নিরীহ মানুষের মনকে!!


কি যে উতলা ভাবায় মন ও প্রাণকে
সবে যখন এমন টাই দাঁড়াও না লাগাতে ভাল;
কর যদি সেই তালেই তাল হবে কি আর?


না এ যে খুবই ভাল লাগা
এসো না আমরা যাই এগিয়ে
যাকে যায় যে চেনা পাবে কি মন হতে


সেই যে অচেনায় খুব ভাল লাগা
তাই তো যাতে নজর না লাগে
অপলক দৃষ্টিতে এতো টুকুন নন্দিত পলক;


ভাল লাগাতে বুকের মাঝের সেই স্পন্দিত চাওয়ায়
যা করবে না সেই চাওয়াতে কোন ক্ষতি;
যার মাঝে রয়ে যাবে শুধুই ভাল লাগা!


সে এক অন্য রকমের না পাওয়ার তৃপ্তিতে
একা গ্রচিত্তে ভাল লাগা; শুধুই ভাল লাগা
এতো টুকুন দৃষ্টিতে আজীবন খুবই ভাল লাগা।।


==×××==


বাণী : একটু খানী জানাতেই শুধুই নি:স্বার্থক ভাল লাগা।।





;