ওহে!
মানব আমরা হই সাবধান'
একান্তই রই নিজেরই মাঝে!
পারি যেন নিজেকে চিনিতে'
সংযত তে হই যেন বুঝমান!
লোভ ও নেশার প্রকৃত অর্থের
লাভ-ক্ষতি জানিয়া ও বুঝিয়া
করিলে সেই কাজ হইবে না
ওহে মানব আমাদের লোকসান।।


লোভ;
লোভ করিবে নিজ জীবনকে!
সত্য-নিষ্ঠ্যতায় গড়িবার তরে'
লোভ করিবে না কখনও নিজের
যা নাই; সেই আশা প্রাপ্তির অস্থিরতার।।


অপ্রিয় লোভে সাময়িক হইলেও তৃপ্ত
ভবিষ্যৎ এ নামিয়া আসিবেই দু:খ-কষ্ট,
বেদনা-আহাজারি, রইবে শুধুই আফসোসে।
এমনই করিয়া করিতে হইবে প্রচেষ্টা, জয়
আসিবেই জীবনে; যার ক্ষয় হইবে না কোন
জনমেও! বিধাতার নিয়মের বালাইয়ে কোন
অনিয়ম দেখা দিলেও রক্ষা করিবেন তিনিই!
তিনারই সৃষ্ট প্রিয় মানবের! থাকিবে না জীবনে
কখনও অপ্রিয় অনাকাঙ্খিত লোভেরই গ্লানির আক্ষেপ।।


নেশা;
সেই নেশায় হইবে মত্ত!
যে নেশায় রইবে সত্য-নিষ্ঠার সঙ্গ-সঙ্গীনির!
হইলে দাও না সৎ সঙ্গ'! গঠন করিবে
সেই যে চেতনায় ভরা জীবন নামক মন্যুষ্যত্ব'
রহিবে মন ও প্রাণের তরে হইবে সেই
নেশারই ভেলাতেই ভাসিবার দীপ্তমানের
মননের অপূর্ব ও চমৎকার স্নিগ্ধ উজ্জ্বলের
নয়ন উদিত উদ্ভাসিতের তরিতে সহজে
চালিত হইবে জীবন! ঐ নেশায় হও মত্ত্ব যে'
অন্যথায় করিলে হইবে বাস্তব জীবন বিপন্নের
নেশাচর বেদনার মানব নামক জীবন।।
===×××===
===×××===
বাণী : মানুষের মাঝে লোভ থাকাটাই স্বাভাবিক! লোভ থাকিবে দীপ্তমান জীবন গড়িবার। সেই জীবন গড়িতে কিভাবে অর্জনে কত শ্রম, সময়, ত্যাগ, কর্তব্য-নিষ্ঠা, ধৈর্য, অপমান, অবহেলা, তেমন সহযোগিতা না পাওয়া, সব কিছু মিলায়েই সত্য-নিষ্ঠাতে প্রকৃত ও বাস্তব জীবন গড়ে তুলিবার লোভের নেশাই হইল মানব জীবনের প্রকৃত চাওয়া ও পাওয়া। আর সেই পাওয়াতেই হয় মানুষের জীবনের লোভ-নেশার অর্জনের এক ছত্রতার অনন্য স্বাদের জীবন পুলকিত লোভ-নেশা! অন্যথা নহে।।