মা'গো তুমিই আমার মা!
মা'গো তোমার কথা পড়ে মনে;
মা'গো তোমারই সেই শোলক ছড়ার
মা'গো তোমার সেই শাসন, আদর,


স্নেহ, ভালবাসা, মান-অভিমান, কত
যে রাগ-অনুরাগ, সবই ছিল আমার
না বুঝ মনের চমৎকার ভাবনাতেরই
মানুষের মত মানুষ করার উপায় মাত্র।


ঐ'সময়ে বুঝতাম না! কেমন যেন মনে
হতো হয় তো আমাকে অমন করে কেন
মা'গো করছো শাসন হয় তো বা অনুরাগ!
মা'গো আজ বুঝি তোমার সেই শাসনই যে


মা'গো তোমারই সেই কথা বলা শেখানো;
মা'গো তোমার সেই কষ্টের হাসি;
মা'গো তোমারই সেই বেদনার কথা'
মা'গো তুমিই আমাকে দশমাস দশদিন


মা'গো গর্ভে ধারণ করে!
মা'গো এনেছো এ'ধরাতে বিধাতারই দয়ায়!
মা'গো কত না কষ্ট করেছো আমারই জন‍্যে।
মা'গো ছোট বেলাতে কত না যন্ত্রনা দিয়েছি?


মা'গো কখনও কি সেই অপরিসীম কষ্টের মর্যাদার মূল‍্য
মা'গো পরিশোধ করতে কি পারবো এই জীবনটিতে?
মা'গো না কখন না! মায়ের দুধের মূল‍্য কখনও পরিশোধ..
মা'গো হবার নহে এ'জীবনের তরে।


মা'গো আজ হয়েছি বড়! কি করতে পেরেছি!
মা'গো তোমারই জন‍্যে, তুমি যেমনটি করেছিলে?
মা'গো তোমারই মুখের শেখানো প্রথম বুলি;
মা'গো তোমারই শেখানো পড়া-লেখার হাতে-খড়ি


মা'গো শেখায়েছো জীবন চলারই প্রশান্তির দ্বার।
মা'গো তোমার সমস্ত আত্ম:উপলব্দি আমি বুঝি!
মা'গো তোমাকে আমি বুঝতে পারি;
মা'গো তুমিই আমার কল‍্যাণকামীর মর্মতা।


মা'গো তোমাকেই আমার মনে পড়ে'
মা'গো আমি যেখানেই থাকি না কেন?
মা'গো তোমার ছেলে তোমাকেই মা বলে ডাকে।
মা'গো তাই তো তোমার ছেলে তোমার সুখে'


মা'গো প্রতি মাসের প্রথম সপ্তাহেই হাত খরচের
মা'গো টাকা পাঠাই ছোট ভাই পিকুলেরই বিকাশ নাম্বারে।
মা'গো ভাল থেকো; নামাজ কায়েমের মাধ‍্যমে দোয়া করিও;
মা'গো তোমার স্বাস্থ‍্যের প্রতি নজর রেখ।


মা'গো শেষ অব্দি পর্যন্ত যেন সেবা করতে পারি!
মা'গো সেই প্রচেষ্টায় রয় যেন মন ও প্রাণ।
মা'গো আজিকের মত রাখছি!
মা'গো ভাল থেকো; দোয়া করিও মন খুলে!


মা'গো থাকি যেন ভাল এ'জীবনে সত‍্যের পথে।
মা'গো সঠিক অনুভূতিতেরই এক অনন‍্য ভাবনাতে।
মা'গো দোয়া করিও যেন দুনিয়ার সমস্ত শয়তান, মুনাফেক,
বদমাহিশ, জাহান্নামী, বেঈমান ও ধোঁকার হাত হতে রক্ষা


ও পরিত্রাণ পেয়ে জীবন-যাপন করতে পারি আল্লাহ যেন
মা'গো রক্ষা করেন একান্তই তারই দয়াতেই।
মা'গো শুভকামনাতে আল্লাহ তোমার হায়াত দান করুন।
ইতি, তোমার ছেলে কবি জাকির হোসেন বিপ্লব।
===***===
===***===
বাণী: প্রতিটি সন্তানের সহিত যার যার মায়ের নিজস্ব সত্ত্বার পরিচয় বহন অবিচল। তাই নিজের মায়ের চেয়ে অন‍্যের মায়ের প্রতি কখনও ভালোবাসা উৎরিয়ে অধিক আপনত্বের প্রকাশ পাওয়া ঠিক নয়! সেই তরে নিজ মায়ের হাক-ডাকের একটি কষ্টকর কু'হাওয়া ঐ'সকল সন্তানের উপর বর্তায়। অনেক সময় ঐ'সকল সন্তানদের বুঝে উঠতে সময় লেগে যায়। তখন আর করার কিছুই থাকে না। তাই নিজ মাকেই বেশী বেশী ভালোবাসতে হবে এবং দোয়া নিতে হবে। মা তো মা-ই হয়। মায়ের মত আপন এই ত্রি-ভূবনে দ্বিতীয় আর কেহ হয় না।