মা! ছোট্ট বেলায় বলতে আমায়
মা! লক্ষী বাবু সোনা দুষ্টামী করোনা!
মা! অপলক না বুঝ মনে শুধুই ঐ'মনে
মা! তোমারই পানে চেয়ে থেকেছি।


মা! আর এই মনটিতে শুধুই বলেছি
মা! কি বলেছেন ঐ'ভাবনাতেই রয়ে
মা! তখনও কথা তেমনটা বলা শিখিনী!
মা! কে ঐ'মনে কি করে বলবো সেই যে


মা!এর সেই সময়ে কি দুষ্টামী করেছি?
মা! দুষ্টামী কাকে বলে, দুষ্টামী কেমন?
মা! বলতেন ছেলে আমার একদিন হবে বড়
মা! এর মুখ করবেন উজ্জ্বল!


মা! সেই ভাবনা মনে লেখা-পড়াতে
মা! বলতেন মনোযোগী হতে।
মা! সেই চেতনাবোধে সন্তানকে করতে
মা! প্রচেষ্টা করেছেন নিজের সুখকে বিসর্জনে।


মা! যে সন্তানের জীবন গড়ারই অলংঙ্কার
মা! যে সন্তানেরই আপন ঘর।
মা! যে সন্তানের সুখেরই জন‍্যে ত‍্যাগী
মা! যে হয় এক পরশ পাথরের রুপধনী।
===***===
===***===
বাণী: ছোট বেলা সত‍্যই যদি মায়ের শাসন ও অনুরাগ আমরা শিশুরা, কিশোররা ও কৌশররা  বুঝতাম ও মেনে চলতাম তাহলে আমরা কখনও মানব জীবন নামক নামের পাশে অপবাদ শব্দটা বসতো না।