মা' আমার আজও মনে আছে
মা' ঐ'সেই দিনটির কথা!
মা' বাড়ি হতে স্কুল একটু দুরত্বে হওয়াতে'
মা' পারিবারিক বেশ একটা বিঘ্নতাতেও


মা' তোমার সন্তানকে একটি নিরাপদ পরিবেশে
মা' রেখে শান্তিতে উপযুক্ত মানুষ করার প্রত‍্যয়ে
মা' আমাকে নিয়ে গিয়ে ছিলে
মা' তোমারই মেজ খালা-খালুদের বাড়িতে।


মা' তুমি যখন বলে ছিলে মেজ খালু জান!
মা' বলেছিলে খালুজান আপনাদের নিকটে স্কুল
মা' বলেছিলে আমার জাকিরকে রেখে পড়াতে
মা' চেয়ে ছিলে একান্তই আপন মনে করে।


মা' বলে ছিলে খালা-খালু তোমাদের নিকটেই
মা' বলেছিলে বাগাট পাইলট উচ্চ বিদ‍্যালয়টি
মা' ভাল বলে উনাদের বাসাতে রেখে পড়াতে।
মা' সেই দিন শুনেছিল কি তিনারা তোমারই সেই


মা' আবদারের কথা কত গল্পেরই চিরাভেজার।
মা' না তারা রেখেছিল না! তোমার কথা।
মা' বরং বলেছিল একটি ছেলে থাকলে তো
মা' আরো বলে ছিল আমাদেরই রান্না খাওয়ার


মা' বলে ছিল ঠিক থাকে না চাল-চুলার।
মা' সেই জায়গাটিতে একটি ছেলে থাকলে
মা' বলেছিল করতে হয় যে যথেষ্ট টেককেয়ার।
মা' বলেছিল না বাপু সম্ভব নয়!


মা' তোমারই খালু জান বলেছিলেন একটি ছেলে
মা' থাকলে তো তার আলাদা টেককেয়ার করা!
মা' এও বলেছিলেন তারাই না কি ঠিক মতই
মা' খায় না তাদের রান্না খাওয়া!


মা' আরো বলেছিল তোমার ছেলের ঝামেলা..
মা' সেইদিন তুমি এলে ফিরে মনটি ভারী করে।
মা' এলে মামাদের বাড়িতে'
মা' দেখতে তো পেলে আপন জনেরা কেমন?


মা' রাখলেন না তোমার ছেলেকে
মা' তাদেরই বাড়িতে রেখে পড়ালেখার সুযোগের
মা' মনে পড়ে আমাকে নিয়ে তোমার সেই...
মা' সেই সমস্ত কষ্টের বিচলিত দিন গুলির কথা।


মা' হয় না তুলনা তোমারই সাথে অন‍্যের!
মা' তাই তো বলি; মায়ের মত আপন কেহ নেই'
মা' যে মা-ই; হন! যার তুলনা হয় কি কিছুতেই?
মা' হন সন্তানের ১০০% নিরাপদ আবাস।
===***===
===***===
বাণী: কোন মা'ই তার সন্তানকে অবহেলা ও বিপদে ফেলে নিজে ভাল থাকার চেষ্টা করেন না। তাই সমাজে মায়ের সম্মান সন্তানের কাছে সব চেয়ে বেশী ও মূল‍্যবান।