মা! এক কথায় তুমি যে মা জননী
মা! তোমার মতন এমন জননী নেই কেহই
মা! এই ত্রি-ভূবণে দ্বিতীয়;
মা! যে তুমিই আমার কল‍্যাণ কামিনী।


মা! যেন আমারই প্রতিদিনের প্রভাতী সূর্য‍্য
মা! যে রহে আমারই অগ্নি:মূর্তি;
মা! একনিমিষেই করে দেয় শান্তির আছান
মা! তোমারই ডাকে জুরায় যে প্রাণ।


মা! তুমি যে নিবেদিতেরই এক অমূল‍্য সম্পদ
মা! যে সম্পদের নেই ক্ষয় নিলে যতন!
মা! যে আমাদেরই সকল সন্তানের আস্তার...
মা! রহে সকল বিপদে-আপদে ছায়ারই মতন।
===***===
===***===
বাণী: মা! পৃথিবীর শ্রেষ্ঠ সম্পদ। মায়ের সাথে অন‍্য কাহারো তুলনা যে সকল সন্তানেরা করে থাকে। সেই সকল সন্তানদের চেয়ে বড় বোকা আর কেহই হতে পারে না।